AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Purulia: চেন্নাইয়ে কাজে গিয়েছিলেন, বাড়ি ফিরল পরিযায়ী শ্রমিকের দেহ, নিখোঁজ আরও ১

Purulia Migrant Workers: অন্যদিকে সোমবার রাত থেকেই নিখোঁজ হয়ে যায় সন্তোষ ঘাটুয়াল। বয়স প্রায় ৩৫ এর এই যুবকের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও যোগাযোগ করা যায়নি, ফোন বন্ধ।

Purulia: চেন্নাইয়ে কাজে গিয়েছিলেন, বাড়ি ফিরল পরিযায়ী শ্রমিকের দেহ, নিখোঁজ আরও ১
পরিযায়ী শ্রমিকের দেহ উদ্ধারImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 29, 2025 | 7:27 PM
Share

পুরুলিয়া: ভিন রাজ্যে কাজ করতে গিয়ে নিখোঁজ পারিযায়ী শ্রমিক, আরেক জনের দেহ ফিরল বাড়িতে। পারিযায়ী শ্রমিকের দেহ ফিরলো পুরুলিয়ার বাগমুণ্ডী ব্লকের নওয়াডি গ্রামে চাঞ্চল্য। নওয়াডি গ্ৰামের ৮জন যুবক গত শনিবার কাজের জন্য চেন্নাই গিয়েছিলেন। গত সোমবার সেখানে পৌঁছন। তারপর নিজেদের থাকার জায়গায় চলে যান। মঙ্গলবার রাতেই বাড়ির ভেতর থেকে ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার হয় নন্দলাল ঘাটুয়ালের দেহ। দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

অন্যদিকে সোমবার রাত থেকেই নিখোঁজ হয়ে যায় সন্তোষ ঘাটুয়াল। বয়স প্রায় ৩৫ এর এই যুবকের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও যোগাযোগ করা যায়নি, ফোন বন্ধ। পরিবার সূত্রে জানা যায়, পেশায় ইলেক্ট্রিক মিস্ত্রি সন্তোষ এই প্রথমই কাজের জন্য ভিন রাজ্যে যান। গ্রামে একসঙ্গে ১জনের মৃত্যু ও ১জনের নিখোঁজ থাকায় রহস্যর দানা বাঁধতে শুরু করেছে।

বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিবেক রাঙা বলেন, “জেলায় কোনও কাজ নেই, রাজ্য সরকার সম্পূর্ণ ব্যর্থ। এখানে শুধু তোলাবাজি চলে। কাজ না পেয়ে বাইরে যাচ্ছে। কালকে একজনের দেহ ফিরেছে।”

জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি সুশেন মাঝির বক্তব্য,  “১৯৫৬সাল থেকেই এই সমস্যা রয়েছে। কেন্দ্র সরকার ১০০দিনের কাজ বন্ধ করে দিয়েছে তার ফলে কাজ হারা হয়েছে জেলার শ্রমিকরা। বাধ্য হয়েই বাইরে যেতে হচ্ছে।”