R G Kar: আরজি কর কাণ্ডে নির্যাতিতার নাম প্রকাশ্যে এনেছেন, রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে দায়ের হল FIR

R G Kar: দেশের শীর্ষ আদালত ইতিমধ্যেই নির্দেশ দিয়েছে, নির্যাতিতার নাম ও ছবি কোনও জায়গায় ব্যবহার করা যাবে না। তবে এই নির্দেশ অমান্য করেছিলেন খোদ আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ।

R G Kar: আরজি কর কাণ্ডে নির্যাতিতার নাম প্রকাশ্যে এনেছেন, রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে দায়ের হল FIR
তিলোত্তমার নাম প্রকাশ্যে আনায় এফআইআরImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 02, 2024 | 4:29 PM

পুরুলিয়া: আর জি করের চিকিৎসক পড়ুয়ার খুন ও ধর্ষনের ঘটনায় নির্যাতিতার নাম ব্যবহার করার অভিযোগে মন্ত্রীর বিরূদ্ধে এফআইআর করল জেলা বিজেপি। পুরুলিয়া সদর থানায় লিখিত ভাবে অভিযোগ দায়ের করেন বিজেপি সভাপতি বিবেক রাঙা। উপস্থিত ছিলেন পুরুলিয়া লোকসভার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো।

ঘটনার সূত্রপাত গত শুক্রবার বিকালে। কুলচা ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে আর জি করের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। মিছিল করে আসে পুঞ্চা কৃষক বাজারের সামনে সেখানেই একটি বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে নির্যাতিতার নাম ব্যবহার করেন। সেই বক্তব্যের ভিডিয়ো ভাইরাল হয়। তারপরেই বিজেপি দলের সভাপতি আজ পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সন্ধ্যারানি টুডুর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

প্রসঙ্গত, দেশের শীর্ষ আদালত ইতিমধ্যেই নির্দেশ দিয়েছে, নির্যাতিতার নাম ও ছবি কোনও জায়গায় ব্যবহার করা যাবে না। তবে এই নির্দেশ অমান্য করেছিলেন খোদ আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তিনি যেদিন অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন, সেদিন সাংবাদিকদের সামনে বারবার নির্যাতিতার নাম বলেছিলেন।

রবিবার বিকালে আউশগ্রামের অমরারগড়ে আউশগ্রাম ২ ব্লক কার্যালয়ের সামনে ব্লক তৃণমূলের উদ্যোগে আয়োজিত দলের মহিলাদের অবস্থান-বিক্ষোভে নির্যাতিতার ছবি ব্যবহার হয় বলে অভিযোগ। এমনকি, আউশগ্রাম ২ পঞ্চায়েত সমিতির সভাপতি মমতা বারুই-সহ বেশ কয়েক জনও নির্যাতিতার নাম উল্লেখ করেন বলে দাবি প্রত্যক্ষদর্শীদের একাংশের।