Road Accident: মদ্যপ অবস্থায় ড্রাইভিং, নবমীর সন্ধ্যায় একাধিক দুর্ঘটনা
Purulia Road Accident: অন্যদিকে, নবমীর বিকালে হুগলির মগরা থানার নন্দীপুকুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারান এক যুবক। আহত হয়েছেন আরও দুইজন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নতুন ব্রিজের উপর দিয়ে তিন বন্ধু একটি স্কুটিতে করে কাজ থেকে ফিরছিলেন। সেই সময় বিপরীত দিক থেকে একটি মোটর ভ্যান ব্রিজের উপর উঠতে গেলে সংঘর্ষ ঘটে।

পুরুলিয়া: নবমীর সন্ধ্যায় দুর্ঘটনা। পুরুলিয়া শহরের রেডক্রস রোডে একটি চারচাকা গাড়ি প্রথমে একটি দাঁড়িয়ে থাকা স্কুটিতে ধাক্কা মারে। তারপরেই বন্ধ একটি ব্যাটারির দোকানে ঢুকে পড়ে। অল্পের জন্য ২জন শ্রমিক বেঁচে যান। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে পুলিশ ক্রেনের সাহায্যে নিয়ে যায়। গাড়িতে থাকা ৩জন আহত হন, তাঁদের মধ্যে চালকের মুখে বেশি চোট লাগে। গাড়িতে থাকা আহত ৩জনেই টোটোতে চেপে হাসপাতালে যান। প্রতক্ষ্যদর্শীরা জানাচ্ছেন, মদ্যপ অবস্থায় ছিলেন গাড়ির আরোহীরা। গাড়ির মালিকের খোঁজ চালাচ্ছে পুরুলিয়া সদর থানার পুলিশ।
অন্যদিকে, নবমীর বিকালে হুগলির মগরা থানার নন্দীপুকুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারান এক যুবক। আহত হয়েছেন আরও দুইজন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নতুন ব্রিজের উপর দিয়ে তিন বন্ধু একটি স্কুটিতে করে কাজ থেকে ফিরছিলেন। সেই সময় বিপরীত দিক থেকে একটি মোটর ভ্যান ব্রিজের উপর উঠতে গেলে সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার ফলে স্কুটিতে থাকা তিন বন্ধু সড়কে ছিটকে পড়ে যান। তৎক্ষণাৎ স্থানীয় বাসিন্দা ও পথচারীরা তাঁদের উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ২৬ বছরের অভিষেক রামকে মৃত বলে ঘোষণা করেন।
আহত দুই যুবক রাজকুমার বরাই ও আমির আনসারির চিকিৎসা চলছে। তিন জনেরই বাড়ি বড় খেঁজুরিয়া মল্লিক পাড়ায়। তাঁরা একই কর্মস্থলে কাজ করতেন বলে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে মগরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। স্থানীয় বাসিন্দাদের দাবি করেছেন, প্রশাসন দ্রুত সতর্ক না হলে আগামী দিনে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে।।
