Purba Medinipur: ট্রেলারের ধাক্কায় মেলার মধ্যে উল্টে পড়ল গাড়ি, ভয়াবহ পথ দুর্ঘটনা পাঁশকুড়ায়
Road accident in purba Medinipur: আহত হয়েছেন প্রায় ১০ জন। তাঁদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৫ জনকে তমলুক মেডিক্যাল কলেজ ও কলকাতায় রেফার করা হয়েছে। এক জনকে পীতপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

পাঁশকুড়া: জাতীয় সড়কের ধারে বিশ্বকর্মা পুজোর মেলা চলাকালীন ভয়াবহ পথ দুর্ঘটনা। একটি ট্রেলারের ধাক্কায় মেলায় উল্টে গেল একটি ট্রাভেলার গাড়ি। দুর্ঘটনায় কমপক্ষে ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। দুর্ঘটনাকে কেন্দ্র করে মেলায় আসা মানুষজনের মধ্যে আতঙ্ক ছড়ায়। রবিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের মেচগ্রামে।
পাঁশকুড়ার মেচগ্রাম মোড়ের অদূরে ১৬ নম্বর জাতীয় সড়কের পাশে বিশ্বকর্মা পুজোর মেলা চলছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সেই মেলা উপলক্ষে রবিবার সন্ধে থেকে ভিড় উপচে পড়ে সেখানে। সেই মেলার সামনেই রাত সাড়ে এগারোটা নাগাদ দুর্ঘটনা ঘটে। কলকাতাগামী একটি ট্রাভেলার গাড়ির পেছনে ধাক্কা মারে একটি দ্রুতগতির ট্রেলার। যার ফলে ট্রাভেলার গাড়িটি উল্টে যায়। মেলার মধ্যে গাড়ি উল্টে বেশ কয়েকজন চাপা পড়েন। ২ জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে একজন ওই মেলা কমিটির সম্পাদক। নাম বিজয় বেরা। অন্যজন হাওড়ার শ্যামপুরের বাসিন্দা রিয়া জানা (৩০)। মেলা দেখতে এসেছিলেন তিনি।
আহত হয়েছেন প্রায় ১০ জন। তাঁদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৫ জনকে তমলুক মেডিক্যাল কলেজ ও কলকাতায় রেফার করা হয়েছে। এক জনকে পীতপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
এই মেলায় কর্তব্যরত ট্র্যাফিকের ASI বিজয় মণ্ডল দুর্ঘটনায় আহত হন। নন্দকুমার ট্র্যাফিক থেকে মেলার জন্য এখানে ডিউটি দিতে এসেছিলেন। পাঁশকুড়া থানা ও ট্র্যাফিক পুলিশ দুটি গাড়িকে আটক করেছে। ঘাতক ট্রেলারের চালক পলাতক। তাঁকে ধরার চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।
