পুরুলিয়া: এই পুজোয় পালস নিয়ে এসেছে চটপটা স্বাদের গোলমোল ইমলি ক্যান্ডি। পুজোর মধ্যেই অভিনব তেঁতুলের স্বাদে মাতোয়ারা আট থেকে আশি। ট্য়াবলো ঘুরছে বাংলার ২২ শহরে। তেঁতুলের টক-মিষ্টি ক্যান্ডির স্বাদ নিতে ভিড় জমাচ্ছেন কচিকাচা থেকে বড়রাও। একযোগে সকলেই বলছেন, অসাধারণ টেস্ট। এ স্বাদের তুুলনা হয় না। কেউ কেউ বলছেন, আগের যে ক্যান্ডি ছিল তার থেকেও নাকি ভাল খেতে এই ক্য়ান্ডি। আবার কেউ কেউ বলছে বাকি সব ক্যান্ডিদের পিছনে ফেলে দেবে গোলমোল।
বিগত বছরের মতো এবারও টিভি ৯ বাংলা পুজোয় পালসের ট্যাবলো ঘুরছে বাংলার নানা প্রান্তে। তাতেই যেন পুজোর আনন্দ দ্বিগুণ হয়েছে আপামর বাঙালির। ভিড় শুধু ভিড়। ট্যাবলো ঘিরে এই ছবি চারদিকে। ট্যাবলোর পাশে দাঁড়িয়ে এক খুদে বলল, এ লজেন্স অদ্ভুত খেতে। অনেক লজেন্স খেয়েছি। কিন্তু এর স্বাদে একেবারে অন্যরকম। সে যখন এ কথা বলছে তখন অন্যদিকে বাকিদের মধ্যে পালস খেতে রীতিমতো হুড়োহুড়ি পড়ে গিয়েছে।
এদিন ট্যাবলো পৌঁছে গিয়েছিল পুরুলিয়াতে। সেখানেও দেখা গেল একই ছবি। প্রসঙ্গত, টিভি ৯ বাংলা পুজোয় পালস সিজন টু-তে আবার মৃৎশিল্পীদের হাতেও উঠছে বিশেষ শিল্পী সম্মান। এই উদ্যোগকেও সাধুবাদ জানাচ্ছে জনতা। খুশি মৃৎশিল্পী থেকে তাঁদের পরিবারের লোকজন।