Vande Bharat in Purulia: পুরুলিয়া স্টেশনে হাজির বন্দে ভারত, রেলের সিদ্ধান্তে খুশি জেলার বাসিন্দারা

Vande Bharat in Purulia: বৃহস্পতিবার বেশ কিছুক্ষণ ওই রেক দাঁড় করিয়ে রাখা হয় পুরুলিয়া ও বরাভূম স্টেশনে। রেকটিকে সামনে রেখে বহু মানুষকে ছবি তুলতেও দেখা যায়।

Vande Bharat in Purulia: পুরুলিয়া স্টেশনে হাজির বন্দে ভারত, রেলের সিদ্ধান্তে খুশি জেলার বাসিন্দারা
পুরুলিয়ায় বন্দে ভারতImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 22, 2023 | 9:48 AM

পুরুলিয়া: বাংলার ওপর দিয়েই এবার বন্দে ভারত এক্সপ্রেসের নয়া রুট। রেলের এই সিদ্ধান্তের খুশি রাজ্যবাসী। আগামী রবিবারই সেই রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে পুরুলিয়া স্টেশনে থামল বন্দে ভারত। বৃহস্পতিবার সেই ট্রেনের রেক দেখতে ভিড় জমালেন সাধারণ মানুষ। জানা যাচ্ছে, হাওড়া-রাঁচি ও হাওড়া-টাটানগর রুটে বন্দে ভারত চালু হওয়ার কথা, সেটারই ট্রায়াল রান চলে বৃহস্পতিবার। বন্দে ভারত এক্সপ্রেসের একটি রেক এদিন কোটশিলা স্টেশন থেকে পুরুলিয়া স্টেশন পর্যন্ত যায়। প্রায় ৩৭ কিলোমিটার সিঙ্গল লাইনে চালানো হয় ট্রেনটি। রুট চালু হলে পুরুলিয়ায় স্টপেজ দেওয়া হবে বলে সূত্রের খবর। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, পুরুলিয়ায় বন্দে ভারতের স্টপেজ চালু করার কৃতিত্ব তাদের।

বৃহস্পতিবার বেশ কিছুক্ষণ ওই রেক দাঁড় করিয়ে রাখা হয় পুরুলিয়া ও বরাভূম স্টেশনে। রেকটিকে সামনে রেখে বহু মানুষকে ছবি তুলতেও দেখা যায়। বিজেপি বিধায়ক বাণেশ্বর মাহাতো এই প্রসঙ্গে জানিয়েছেন, তাঁরাই রেল মন্ত্রীর কাছে দাবি জানিয়েছিলেন যাতে পুরুলিয়ার ওপর দিয়ে বন্দে ভারত এক্সপ্রেস চালানো হয়। মানুষের আশাপূরণ করতেই এই ট্রেন চালানোর আর্জি জানিয়েছিলেন তাঁরা। তবে তৃণমূলের দাবি, রেল মন্ত্রকের আরও অনেক বিষয়ে নজর দেওয়া প্রয়োজন। পুরুলিয়া জেলার তৃণমূল সভাপতি সোমেন বেলথরিয়া বলেন, কোভিডের সময়ে অনেক লোকাল ট্রেনকে এক্সপ্রেস করে দেওয়া হয়েছে। এতে মানুষের অসুবিধা বেড়েছে। রেলের কর্মচারীদের অবস্থা ভাল নয় বলেও দাবি করেছেন তিনি।

২৪ সেপ্টেম্বর, রবিবার মোট ৯টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন রুটগুলির মধ্যে রয়েছে রাঁচি-হাওড়া ও পাটনা-হাওড়া। এছাড়াও উদয়পুর-জয়পুর, তিরুনেলভেলি-চেন্নাই, হায়দরাবাদ-বেঙ্গালুরু, জামনগর-আমেদাবাদ এবং বিজয়ওয়াড়া-চেন্নাই রুটের বন্দে ভারতেরও উদ্বোধন হবে ওইদিন।