Nadia: পরীক্ষায় টোকাটুকি করতে গিয়ে ‘অপমানিত’, অ্যাসিড খেয়ে আত্মঘাতী দশম শ্রেণির ছাত্রী!

TV9 Bangla Digital | Edited By: সৈকত দাস

Dec 19, 2021 | 2:33 PM

Suicide: ছাত্রীকে অপমানিত করায় অ্যাসিড খেয়ে আত্মঘাতী সে, এই অভিযোগ করে শিক্ষকাদের শাস্তির দাবি করেছে পরিবার।

Nadia: পরীক্ষায় টোকাটুকি করতে গিয়ে অপমানিত, অ্যাসিড খেয়ে আত্মঘাতী দশম শ্রেণির ছাত্রী!

Follow Us

নদিয়া: চলছে দশম শ্রেণির টেস্ট পরীক্ষা (Test Examination)। হঠাৎ এক পরীক্ষার্থীর দিকে নজর যায় শিক্ষিকার। নকল করতে গিয়ে ধরা পড়ে সেই ছাত্রী। শিক্ষিকার সামনে কাঁচুমাচু হয়ে যায়। পরে শিক্ষিকার ‘শাস্তি’তে অপমানিত হয়ে পরে অ্যাসিড খেয়ে আত্মঘাতী হল ওই ছাত্রী! চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে নদিয়া (Nadia) শান্তিপুরে। এদিকে ছাত্রীকে অপমানিত করায় অ্যাসিড খেয়ে আত্মঘাতী সে, এই অভিযোগ করে শিক্ষকাদের শাস্তির দাবি করেছে পরিবার।

স্থানীয় সূত্রে খবর, নদিয়ার শান্তিপুর ব্লকের বেলগড়িয়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নরসিংহ নগর এলাকার সঞ্জিত পালের মেয়ে পাপিয়া পাল এবছরের শরৎকুমারী উচ্চ বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল। পরিবার সূত্রে জানা গিয়েছে, বিদ্যালয়য়ে গতকাল টেস্ট পরীক্ষা চলাকালীন, সে নকল করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে শিক্ষিকাদের কাছে। পরিবারের দাবি তাকে সমস্ত ছাত্রীদের মধ্যে কান ধরে ওঠবস করানোয় অপমানিত বোধ করে সে। সহপাঠীরা হাসাহাসি করে তাকে নিয়ে।

আর তাতেই অপমানিত হয়ে এই কাণ্ড ঘটিয়েছে সে। জানা যাচ্ছে স্কুল থেকে বাড়িতে এসে কারও সঙ্গে কথা বলেনি ওই ছাত্রী। হাতমুখ ধুতে বাথরুমে গিয়ে বাথরুম পরিষ্কার করা মিউরিয়েটিক অ্যাসিডের বোতল খুলে খেয়ে ফেলে সে। এদিকে বাথরুম থেকে বেরতে দেরি হওয়ার কারণে পরিবারের সদস্যরা দরজা ধাক্কা দেয়। কিন্তু ভেতর থেকে কোনও সাড়া মেলেনি। এর পর দরজা ভেঙে উদ্ধার করা হয় তাকে।

আশঙ্কাজনক অবস্থায় ছাত্রীকে প্রথমে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ার কারণে চিকিৎসকেরা কলকাতার হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। তবে কলকাতায় হাসপাতালে পৌঁছনোর আগেই রাস্তাতেই মৃত্যু হয় দশম শ্রেণির ওই ছাত্রীর।

এর পর মৃতার পরিবারের পক্ষ থেকে স্কুলের শিক্ষিকার বিরুদ্ধে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় বলে খবর। এদিকে এ ব্যাপারে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বলেন, অপরাধবোধ থেকে হয়ত হীনমন্যতা জন্মেছিল ছাত্রীর মধ্যে। এই ঘটনা দুঃখজনক। তবে তাকে শারীরিক বা মানসিক কোনওভাবেই অপমানজনক কোনও শাস্তি দেওয়া হয়নি। যা ক্লাসরুমে থাকা সিসি ক্যামেরা থেকেই বোঝা যাবে বলে দাবি তাঁর। এদিকে শিক্ষিকাদের শাস্তির দাবি করেছে মৃতার পরিবার। সব মিলিয়ে এই মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

আরও পড়ুন: Katwa Crime News: ধর্ষণ ও গর্ভপাত করানোর অভিযোগ! গুলিকাণ্ডে অভিযুক্ত প্রেমিককে কাটোয়া পকসো আদালতে পেশ পুলিশের 

আরও পড়ুন: Malda Kidnap News: ব্যাঙ্ক থেকে টাকা তুলে আর বাড়ি ফেরেননি, দেড় মাস পর মধ্যপ্রদেশ থেকে উদ্ধার যুবতী 

আরও পড়ুন: Women Harassment: সম্পর্কে অবনতি, তরুণীর নগ্ন ছবি ভাইরাল করার অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে

Next Article