Abhishek Banerjee: প্রচারে তখন অভিষেক, TMC কর্মীরা খেলছিলেন সবুজ আবির, হঠাৎ বললেন, ‘এ কী এখনই…’

Abhishek Banerjee: এ দিন, প্রচার গাড়ির ছাদে উঠে বক্তব্য রাখছিলেন অভিষেক। হঠাৎ তাঁর চোখে পড়ে কিছু কর্মী সমর্থক সবুজ আবির মেখে এসেছেন। বক্তব্য রাখতে-রাখতেই অভিষেক বলেন, "এ কী! এখনই সবুজ আবির মেখে ফেলেছেন।

Abhishek Banerjee: প্রচারে তখন অভিষেক, TMC কর্মীরা খেলছিলেন সবুজ আবির, হঠাৎ বললেন, 'এ কী এখনই...'
অভিষেক বন্দ্যোপাধ্যায়। Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: May 30, 2024 | 2:45 PM

ফলতা: নিজের লোকসভা কেন্দ্রে (ডায়মন্ড হারবার) তখন শেষবেলার প্রচারে ব্যস্ত তৃণমূল প্রার্থী তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে রয়েছেন তৃণমূল কর্মী-সমর্থকরা। চলছে র‌্যালি। দু’পাশে উপচে পড়া ভিড়। উন্মাদনার পারদও তুঙ্গে। সবুজ আবির উড়িয়ে সেই উন্মাদনা জানান দিচ্ছেন কর্মীরা। আর তা চোখে পড়তেই ‘আত্মবিশ্বাসী’ অভিষেক বললেন, “সবুজ আবির বাঁচিয়ে রাখুন। ৪ তারিখ গোটা দেশ সবুজময় হবে।”

এ দিন, প্রচার গাড়ির ছাদে উঠে বক্তব্য রাখছিলেন অভিষেক। হঠাৎ তাঁর চোখে পড়ে কিছু কর্মী সমর্থক সবুজ আবির মেখে এসেছেন। বক্তব্য রাখতে-রাখতেই অভিষেক বলেন, “এ কী! এখনই সবুজ আবির মেখে ফেলেছেন। এই দ্যাখো এরা এখনই সবুজ আবির মেখে ফেলেছে। আরে সবুজ আবির বাঁচিয়ে রাখুন। চার তারিখ গোটা দেশ সবুজময় হবে।”

এরপরই অভিষেকের কথায় হাততালির ঝড় ওঠে। অভিষেক আরও বলেন, “ডায়মন্ড হারবারে কোনও দলের সঙ্গে তৃণমূলের লড়াই নেই। তৃণমূলের লিড নিয়ে এখানে এক অঞ্চলের সঙ্গে অন্য অঞ্চলের লড়াই হবে।” ভিড়ের মধ্যেই হাত মেলাতে এগিয়ে আসছে যুবকের দল। এরই মধ্যে তৃণমূলের পতাকা হাতে ভিড় ঠেলে এগিয়ে এলেন এক বৃদ্ধা। বাড়ির বিদ্যুতের মিটার খারাপ হয়ে গিয়েছে। সাংসদের কানে এই কথা পৌঁছতেই এসেছেন তিনি। প্রবল হট্টগোলের মধ্যেই বৃদ্ধাকে কাছে ডেকে অভিযোগ শুনলেন অভিষেক। আশ্বাসও দিলেন সমস্যার সমাধান করার।