Anirban Ganguly on Vote: ‘নতুন প্যাটার্ন দেখা যাচ্ছে, হিন্দুদের ভয় দেখিয়ে আটকে দেওয়া হচ্ছে’, ভোটের মাঝে বিস্ফোরক অনির্বাণ

Anirban Ganguly on Vote: বিজেপি প্রার্থী আরও বলেন, "পশ্চিমবঙ্গে ভোটের একটা নেগেটিভ মডেল তৈরি হয়েছে। হুমকি-পেশী শক্তি দিয়ে সন্ত্রাস চালানো হচ্ছে। সম্প্রদায় চিহ্নিত করে সন্ত্রাস চালানো হচ্ছে।"

Anirban Ganguly on Vote: 'নতুন প্যাটার্ন দেখা যাচ্ছে, হিন্দুদের ভয় দেখিয়ে আটকে দেওয়া হচ্ছে', ভোটের মাঝে বিস্ফোরক অনির্বাণ
বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jun 01, 2024 | 2:31 PM

ভাঙড়: যাদবপুরে বাকি এলাকায় ভোট ভালভাবে হলেও সকাল থেকেই অশান্তির খবর আসছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় থেকে। এমনটাই জানালেন যাদবপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়। তাঁর দাবি, একাধিক জায়গায় ভোটারদের ভয় দেখানো হচ্ছে। বিশেষত, হিন্দু ভোটারদের ভয় দেখানো হচ্ছে বলে TV9 বাংলার মুখোমুখি হয়ে অভিযোগ জানালেন তিনি।

অনির্বাণ গঙ্গোপাধ্যায় বলেন, “এবার একটা নতুন প্যাটার্ন দেখা যাচ্ছে। হিন্দুরা যেখানে সংখ্যাগরিষ্ঠ, সেখানে তাদের ভয় দেখানোর চেষ্টা চলছে। তাঁরা যাতে ভোট দিতে বেরতে না পারেন। সেই চেষ্টা চলছে।” বারুইপুর পূর্ব থেকেও অশান্তির খবর আসছে বলে দাবি করেছেন তিনি।

বিজেপি প্রার্থী আরও বলেন, “পশ্চিমবঙ্গে ভোটের একটা নেগেটিভ মডেল তৈরি হয়েছে। হুমকি-পেশী শক্তি দিয়ে সন্ত্রাস চালানো হচ্ছে। সম্প্রদায় চিহ্নিত করে সন্ত্রাস চালানো হচ্ছে।”

তবে ভাঙড়, বারুইপুর বাদে বাকি জায়গায় ভোট ভালভাবে হচ্ছে বলে জানান তিনি। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকাতেও তিনি সন্তুষ্ট। প্রার্থী মনে করিয়ে দিয়েছেন, গত ১১ মার্চ বারুইপুর পূর্বের বিধায়ক বলেছিলেন, ১৫ দিন আগেই ভোটটা করিয়ে নেবেন। শুক্রবার রাতে চম্পাহাটি ও একাধিক জায়গায় বাড়ি বাড়ি গিয়ে তাঁর লোকজন হুমকি দিয়েছেন বলেও অভিযোগ। অনির্বাণ বলেন, “এগুলো নির্বাচন কমিশনের দেখা উচিত। একজন বিধায়ক প্রকাশ্যে হুমকি দেওয়ার পরও কোনও পদক্ষেপ করা হল না।”