Arms Smuggling: পুজোর ২ দিন আগেই ভাঙড় থেকে উদ্ধার ৬০ রাউন্ড কার্তুজ ও একাধিক আগ্নেয়াস্ত্র!

TV9 Bangla Digital | Edited By: tista roychowdhury

Oct 08, 2021 | 1:30 PM

Bhangar: ভাঙড়ে এই অস্ত্র উদ্ধারকে কেন্দ্র করে কার্যত উত্তপ্ত এলাকা। তৃণমূল নেতা কাইজার আহমেদ দাবি করেন, বিরোধী আইএসএফ দলের দুষ্কৃতীরাই এরসঙ্গে যুক্ত।

Arms Smuggling: পুজোর ২ দিন আগেই ভাঙড় থেকে উদ্ধার  ৬০ রাউন্ড কার্তুজ ও একাধিক আগ্নেয়াস্ত্র!
গ্রেফতার দুষ্কৃতী, নিজস্ব চিত্র

Follow Us

দক্ষিণ ২৪ পরগনা: পুজোর মোটে দুই দিন বাকি। তার আগেই ভাঙড় থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র (Arms)। গ্রেফতার চার দুষ্কৃতী। বৃহস্পতিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে ভাঙড় থানার পুলিশ বড়ালী  গ্রামে ইয়াসিন অখুনজি নামে এক গ্রামবাসীর বাড়িতে হানা দেয়। সেখানেই তল্লাশি চালিয়ে পুলিশ ওই বেআইনি মজুত অস্ত্র উদ্ধার করে।

বারুইপুর ও ভাঙড় থানার পুলিশ জানিয়েছে, পুজোর মধ্যে বেশ কিছুদিন ধরে সক্রিয় হয়ে উঠেছিল আন্তঃরাজ্য বেআইনি অস্ত্র পাচার চক্র (Arms Smuggling)। এমন খবর আগে থেকেই পাচ্ছিলেন তদন্তকারীরা। সেই মতো গোপনে অভিযান চলছিল। সূত্র মারফত খবর পেয়ে বৃহস্পতিবার গভীর রাতে বড়ালী  গ্রামে ইয়াসিন অখুনজি নামে এক গ্রামবাসীর বাড়িতে অভিযান চালান তদন্তকারীরা। সেখান থেকেই একাধিক অস্ত্র উদ্ধার হয়। এরপরে, ইয়াসিনকে জেরা করে আরও তিন দুষ্কৃতীর খোঁজ পান গোয়েন্দারা। তাদেরকেও গ্রেফতার করা হয়।

সব মিলিয়ে মোট ৬০ রাউন্ড কার্তুজ ও একাধিক আগ্নেয়াস্ত্র (Arms) উদ্ধার হয়েছে। ইয়াসিন-সহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। তবে পুলিশের অনুমান, ধৃতদের নিজ-হেফাজতে রেখে আরও অস্ত্র উদ্ধার হতে পারে। কারণ, এই চক্রটি কেবল ভাঙড়েই সীমাবদ্ধ এমনটা কিছুতেই মনে করছেন  না তদন্তাকারীরা। এর পেছনে কোনও প্রভাবশালী নেতৃত্বের হাত থাকাও অস্বাভাবিক বলে মনে করছেন না তাঁরা।

ভাঙড়ে এই অস্ত্র উদ্ধারকে কেন্দ্র করে কার্যত উত্তপ্ত এলাকা। তৃণমূল নেতা কাইজার আহমেদ দাবি করেন, বিরোধী আইএসএফ দলের দুষ্কৃতীরাই এরসঙ্গে যুক্ত। এমনকী ভাঙড়ে, অস্ত্রপাচার চক্রে আইএসএফ নেতাদের হাত থাকতে পারে বলে অভিযোগ তৃণমূল নেতার। পাল্টা, এই অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ নেতৃত্ব। ভাইজান-গোষ্ঠীর তরফে জানানো হয়েছে, তৃণমূল এখন ক্ষমতায়। তাই এইধরনের অস্ত্রপাচার বেআইনি কাজ শাসকদলেরই কীর্তি বলে দাবি আইএসএফ নেতৃত্বের।

তবে এই প্রথম নয়, বিভিন্ন সময়েই অশান্ত হয়ে ওঠে ভাঙড়। ‘অত্য়ন্ত সংবেদনশীল’ এলাকা বলে পরিচিত এই এলাকা নির্বাচন আবহ থেকে শুরু করে বিভিন্ন সময়ে অশান্ত হয়ে উঠেছে। নির্বাচন আবহে এবং তারপরেও এলাকায় বোমাবাজি বা বোম উদ্ধার কোনও নতুন ঘটনা নয়। সম্প্রতি, ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকির ভাড়া বাড়ির ঢিল ছোড়া দূরত্বে বোমা উদ্ধার হয়েছিল। ভোট আবহে খোঁজ মিলেছিল একটু গোটা অস্ত্র কারখানারও।

আরও পড়ুন: Malda Murder Case: টানটান ৪ ঘণ্টা! শতদিন পেরিয়ে অবশেষে জেলা আদালতে প্রথম শুনানি হাড়হিম হত্যাকাণ্ডের

আরও পড়ুন: WB Bypoll 2021: পুজো শেষেই রাজ্যে আরও উপনির্বাচন, মনোনয়নপত্র জমা খড়দহের তৃণমূল প্রার্থী শোভনদেবের

 

 

Next Article