AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lovely Maitra: স্কুল বন্ধ করে দলীয় সভা লাভলির? অভিযোগ শুনেই পাল্টা দিলেন বিধায়ক

TMC-BJP: সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলী মৈত্রর নেতৃত্বেই গোটা আয়োজন। বিরোধীরা অভিযোগ তুলতে শুরু করেছে, স্কুল বন্ধ রেখে তৃণমূলের এই কর্মিসভা চালানো হচ্ছে। আর এই নিয়েই হইচই পড়ে গিয়েছে সোনারপুরের রাজনৈতিক মহলে। লোকসভা ভোটের মুখে এমন হাতে গরম ইস্যুকে পুরোপুরি নিংড়ে নিতে আসরে নেমে পড়েছে বিজেপিও।

Lovely Maitra: স্কুল বন্ধ করে দলীয় সভা লাভলির? অভিযোগ শুনেই পাল্টা দিলেন বিধায়ক
লাভলি মৈত্রImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 06, 2024 | 7:16 PM
Share

সোনারপুর: এবার স্কুল বন্ধ করে কর্মিসভা করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বুধবার শাসক দলের বুথভিত্তিক কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছিল সোনারপুরের চাঁদমারি অতুলকৃষ্ণ বিদ্যায়তন স্কুলের মাঠে। সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলী মৈত্রর নেতৃত্বেই গোটা আয়োজন। বিরোধীরা অভিযোগ তুলতে শুরু করেছে, স্কুল বন্ধ রেখে তৃণমূলের এই কর্মিসভা চালানো হচ্ছে। আর এই নিয়েই হইচই পড়ে গিয়েছে সোনারপুরের রাজনৈতিক মহলে। লোকসভা ভোটের মুখে এমন হাতে গরম ইস্যুকে পুরোপুরি নিংড়ে নিতে আসরে নেমে পড়েছে বিজেপিও।

যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় এই বিষয়টিকে অত্যন্ত দুঃখজনক ও ধিক্কারজনক হিসেবে ব্যাখ্যা করেছেন। বললেন, ‘এটাই দেখায় তৃণমূলের মানসিকতা। এটাই এদের মানসিকতা।’ কথা প্রসঙ্গে, সাম্প্রতিক নরেন্দ্রপুরের এক স্কুলের পরিস্থিতির কথাও তুলে ধরেন তিনি। কেন স্কুল বন্ধ করে রাজনৈতিক মিটিং করা হচ্ছে, সেই নিয়েও প্রশ্ন তুলেছেন বিজেপি প্রার্থী। তিনি বলেন, ‘শিক্ষায় যে তৃণমূলের কোনও রুচি, আগ্রহ নেই, পড়ুয়াদের প্রতি সমবেদনা নেই, এসব ঘটনা তারই প্রতিফলন।’

যদিও বিজেপি প্রার্থীর এই অভিযোগকে পুরোপুরি উড়িয়ে দিয়েছেন বিধায়ক লাভলী মৈত্র। এসব অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি তাঁর। বিজেপি প্রার্থীর উদ্দেশে পাল্টা নিশানা শানিয়ে বলেন, ‘মাঠে নেমেই যদি এত ভয় পেয়ে যান যাদবপুরের প্রার্থী… এখনও তো দিন বাকি আছে। লড়তে হবে তো। মাঠে-ময়দানে এসেই যদি এমন ভিত্তিহীন, মিথ্যা মন্তব্য করতে থাকেন… স্কুলের সঙ্গে যোগাযোগ করলেই স্কুল ছুটির কারণ জানতে পারবেন।’

এদিকে এই বিতর্কের আবহে স্কুলের প্রধান শিক্ষিকা মনামি নাথের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ইলেকট্রিকের কাজের জন্য স্কুল বন্ধ রাখা হয়েছে। আজকের মধ্যেই কাজ হয়ে যাবে এবং আগামিকাল ফের স্কুল যথা সময় খুলবে বলেও জানান তিনি।