CPM Joining: ‘TMC-তে যোগ দিতে চাই’, প্রতিমার হাত থেকে ঘাসফুলের ঝান্ডা আপন করে নিলেন CPM নেতা

Abhigyan Naskar | Edited By: অবন্তিকা প্রামাণিক

May 12, 2024 | 10:25 AM

CPM Kultali: জানা গিয়েছে, কুলতলি চুপড়িঝাড়া পঞ্চায়েত এলাকায় প্রচার করছিলেন তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল। সেই সময় ওই পঞ্চায়েতের ১৭০ নম্বর বুথের সিপিএম সদস্য নাসিরুদ্দিন মণ্ডল আসেন। বলেন, 'তৃণমূলে যোগ দিতে চাই।' এরপর প্রতিমা মন্ডল তার হাতে দলীয় পতাকা তুলে দেন।

CPM Joining: TMC-তে যোগ দিতে চাই, প্রতিমার হাত থেকে ঘাসফুলের ঝান্ডা আপন করে নিলেন CPM নেতা
TMC-তে যোগদান সিপিএম পঞ্চায়েত সদস্যের
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কুলতলি: হুডখোলা জিপে বসে প্রচার করছেন জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল। বিভিন্ন মানুষের সঙ্গে জনসংযোগ করছেন তিনি। হাত মেলাচ্ছেন, কথা বলছেন। হঠাৎ সেই প্রচারে এলেন সিপিএম-এর এক নেতা। ইচ্ছাপ্রকাশ করলেন তৃণমূলে যোগদানের। আর যেমন কথা তেমন কাজ। প্রতিমা মণ্ডলের হাত থেকেই তুলে নিলেন ঘাসফুলের পতাকা।

জানা গিয়েছে, কুলতলি চুপড়িঝাড়া পঞ্চায়েত এলাকায় প্রচার করছিলেন তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল। সেই সময় ওই পঞ্চায়েতের ১৭০ নম্বর বুথের সিপিএম সদস্য নাসিরুদ্দিন মণ্ডল আসেন। বলেন, ‘তৃণমূলে যোগ দিতে চাই।’ এরপর প্রতিমা মন্ডল তার হাতে দলীয় পতাকা তুলে দেন।

এ প্রসঙ্গে কুলতলির সিপিএম নেতা উদয় মণ্ডল বলেন, “আমাদের দলের প্রার্থীকে ভাঙিয়ে নিয়ে গিয়ে ওই দলে যোগদান করেছিয়েছে। এটা তৃণমূলের নতুন কোনও বিষয় নয়। ওরা এগারো সালের পর থেকে সব সময় বিরোধী শূন্য করতে চেয়েছে। তাই যেখানে যা পঞ্চায়েত সমিতি ও বিরোধীদের যারা রয়েছে তাদের ভাঙিয়ে নিয়ে দল শক্ত করতে চাইছে। ওদের পায়ের তলার মাটি নেই। আগামী দিনে হেরে যাবে। সেই জন্য এইসব কাজ করছে।”

Next Article