Gangasagar Mela: জাওয়াদের কোপে তছনছ উপকূল, ধাক্কা সামলে ফের প্রস্তুতি গঙ্গাসাগরের মেলার
Gangasagar Mela: যত দিন যাচ্ছে, এগিয়ে আসছে সমুদ্র। ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল গঙ্গাসাগর মেলার ২ নম্বর রাস্তার সোজাসুজি স্নানের ঘাট বরাবর বিস্তীর্ণ সমুদ্রতট সংলগ্ন বাঁধ।
দক্ষিণ ২৪ পরগনা: নভেম্বরের শেষের দিক থেকে গঙ্গাসাগর মেলার প্রস্তুতির কাজ শুরু করেছিল দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। কিন্তু জাওয়াদের প্রভাবে নিম্নচাপ ও অমবস্যার কোটালের জোড়া ফলায় তছনছ হয়ে গিয়েছে গঙ্গাসাগরের উপকূল। প্রচুর ক্ষয়ক্ষতি হওয়ায় ব্যাঘাত ঘটেছে মেলার প্রস্তুতির কাজও।
যত দিন যাচ্ছে, এগিয়ে আসছে সমুদ্র। ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল গঙ্গাসাগর মেলার ২ নম্বর রাস্তার সোজাসুজি স্নানের ঘাট বরাবর বিস্তীর্ণ সমুদ্রতট সংলগ্ন বাঁধ। আগামী জানুয়ারি মাসে গঙ্গাসাগর মেলার কথা মাথায় রেখে নভেম্বর মাসের শেষের দিক থেকে নতুন করে কংক্রিটের স্নান ঘাট তৈরির পাশাপাশি বাঁধ মেরামতের কাজ শুরু করেছিল সেচ দফতর।
কিন্তু গত শনিবার ও রবিবার বৃষ্টির সঙ্গে জলোচ্ছ্বাসের জেরে নতুন করে স্নান ঘাট তৈরির জন্য কংক্রিটের ঢালাই ও ঘাটের দু’পাশে বাঁধ তৈরি চলছিল। শাল বল্লা বসিয়ে মাটি ও বালির বস্তা ফেলা হলেও সমস্তটাই ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। এমনকি প্রবল জলোচ্ছ্বাসের জেরে মেলা প্রাঙ্গণে যাত্রী শেড তৈরির জন্য মজুত করা প্রচুর বাঁশও ভেসে গিয়েছে সমুদ্রে।
বৃষ্টিতে ভিজে গিয়ে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে সব। হাতে আর মাত্র এক মাস। ক্ষতির ধাক্কা সামলে উঠে এত কম সময়ের মধ্যে নতুন করে পরিকাঠামো তৈরি করাটাই এখন দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ।
প্রসঙ্গত, জাওয়াদের কোপে মুড়িগঙ্গাতে উল্টে যায় এক পণ্যবাহী ট্রলার। গঙ্গাসাগরের কচুবেড়িয়ার ভেসেল ঘাটের কাছেই নোঙর বাধা ছিল সেটি। গঙ্গাসাগর মেলার জন্য অস্থায়ী ইলেক্ট্রিক পোস্ট আসছিল তাতে। জাওয়াদের কোপে সাগরে জল বাড়ছিল। উল্টে যায় পণ্যবাহী ট্রলারটি। ইলেক্ট্রিক পোস্ট বোঝাই একটি বাসকে টেনে এনেছিল ট্রলারটি। রাতে নোঙর ফেলেছিল। সকাল হতে এই ঘটনা দেখে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। চার জনকে নদী থেকে উদ্ধার করা হয়। তবে কোথাও কোনও হতাহতের খবর ছিল না।
এদিকে, প্রবল জলোচ্ছ্বাসে কয়েক লক্ষ টাকার বাঁশ ভেসে যায় নদীতে। বিশালভাবে ক্ষতিগ্রস্ত হন দোকানদারেরা। গঙ্গাসাগর মেলার প্রস্তুতি আবার শুরু করতে চান স্থানীয় দোকানদারেরা। কিন্তু ভয়ও পাচ্ছেন তাঁরা।