Canning Domestic Violence: গলার টুটি চিপে ধরে ‘মার’, মাকে ঘাড় ধাক্কা দিয়ে শীতের ভোরে বার করে দিল ছেলে

Canning Domestic Violence: রাস্তার ধারে মাথায় হাত দিয়ে বসে রয়েছেন এক বৃদ্ধা। ক্যামেরা দেখে মুখ আড়ালের আপ্রাণ চেষ্টা করছেন তিনি। আশেপাশে দাঁড়িয়ে কয়েকজন মহিলাও।

Canning Domestic Violence: গলার টুটি চিপে ধরে 'মার', মাকে ঘাড় ধাক্কা দিয়ে শীতের ভোরে বার করে দিল ছেলে
নিগৃহীত বৃদ্ধা (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Dec 08, 2021 | 8:46 AM

দক্ষিণ ২৪ পরগনা: সম্পত্তি নিয়ে মা-ছেলের বিবাদ চলছিল। কখনও খাওয়া কম দেওয়া, কখনও চিত্কার-চেঁচামেচি- আবার অন্য কোনও মানসিক অত্যাচার। ছেলের এই কাজের কথা মাঝেমধ্যে বৃদ্ধা প্রতিবেশীদের দুঃখ করে জানাতেনও। কিন্তু পরিস্থিতি যে এমন আকার নেবে, তা ঘুণাক্ষরেও আঁচ করতে পারেননি প্রতিবেশীরা। সম্পত্তিগত বিবাদের জেরে বৃদ্ধ মাকে শীতের রাতে ঘর থেকে বাইরে বার করে দিলেন ছেলে! লজ্জাজনক ঘটনা দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের বাহিরসোনা গ্রামে। আপাতত থানার দ্বারস্থ হয়েছেন ওই মহিলা।

রাস্তার ধারে মাথায় হাত দিয়ে বসে রয়েছেন এক বৃদ্ধা। ক্যামেরা দেখে মুখ আড়ালের আপ্রাণ চেষ্টা করছেন তিনি। আশেপাশে দাঁড়িয়ে কয়েকজন মহিলাও। বাহিরসোনা গ্রামের বাসিন্দা সুমিত্রা মণ্ডলের বয়স পেরিয়েছে ৭০। কিন্তু রাস্তায় বসে কেন তিনি?

শীতের সকালে সুমিত্রার গলা ধরে আসে। তিনি জানান, তাঁর ছেলে তাঁকে টুটি চিপে ধরে মেরেছে। বাঁশ দিয়ে মেরেছে। গলা ধাক্কা দিয়ে ঘর থেকে বার করে দিয়েছে তাঁকে। কিন্তু কেন? সুমিত্রা বলছেন, “ছেলে আমার জমি বিক্রি করতে চেয়েছিল। আমি বাধা দিচ্ছি। তাই আমাকে মারধর করছে। দলিলও চুরি করে নেওয়া চেষ্টা করছে। একটা জমি রয়েছে। ওটাই আমাদের সহায় সম্বল। সেটাকে ওরা হাতিয়ে নিতে চাইছে।”

এদিন ছেলে মারধর করে ঘর থেকে বাইরে বার করে দিলেন প্রথমে প্রতিবেশীদেরই দ্বারস্থ হুন তিনি। তারপর যান মহিলা সমিতির কাছে। তারপর ক্যানিং থানায় যান তিনি। সেখানে পুলিশের কাছে সব কথা জানান তিনি। শুধু ছেলেই নয়, বৃদ্ধার স্বামীও তাঁর ওপর অত্যাচার করে বলে অভিযোগ। ক্যানিং থানা পুলিশের হস্তক্ষেপেই ঘরে ফেরে ওই বৃদ্ধা। এলাকায় গিয়ে সরেজমিনে বিষয়টি খতিয়ে দেখেন পুলিশ কর্মীরাl প্রতিবেশীদের সঙ্গে কথাও বলেন। যদিও অভিযুক্তদের খোঁজ মেলেনিl

পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের খোঁজ করা হচ্ছে। বৃদ্ধার স্বামী ও ছেলেকে আগে ভালভাবে বোঝানো হবে। এটা নিতান্তই পারিবারিক বিবাদ। তবে এইভাবে বৃদ্ধাকে মারধর করে ঘর থেকে বার করে দেওয়া কোনও কম অপরাধ নয়।

এক প্রতিবেশী বলেন, “আমরা মাঝেমধ্যেই ওই বাড়ি থেকে চিত্কার চেঁচামেচি শুনতে পেতাম। মাঝেমধ্যে প্রতিবাদও করতে যেতাম। কিন্তু তাতে বৃদ্ধার ছেলে আমাদের সঙ্গে দুর্ব্যবহার করত। আমরা তাই আর যেতাম না। কিন্তু আজ সকালে মারাত্মক ঘটনা। শীতের মধ্যে রাস্তার ধারে কুঁকড়ে বসে ছিলেন ওই বৃদ্ধা। গায়ে কোনও গরম পোশাকও ছিল না। দেখে খুব মায়া হয়। বাঁশ দিয়ে নাকি তাঁকে মারা হয়েছে। পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে।”

আরও পড়ুন: Banarhat TMC Inner Clash: বছর ঘুরলেও ব্লক পঞ্চায়েত সমিতি গঠিত হয়নি! নেপথ্যে কি শাসকদলের গোষ্ঠীকোন্দল?

আরও পড়ুন: Photo Gallery: হঠাৎই জ্বলে উঠল চলন্ত গাড়ি! শহরের দুই প্রান্তে ভস্মিভূত বাস ও প্রাইভেট কার…