Kultoli Tiger Panic: কুলতলিতে হৃদকম্প! এই ক্ষেতে লুকিয়ে রয়েছে বাঘ আর লাঠি হাতে গ্রামবাসীরা

kultoli Tiger Panic: এদিন স্থানীয় মানুষ গ্রামের ধান খেতে বাঘের পায়ের ছাপ দেখতে পান। মুহূর্তেই গ্রামে বাঘ ঢোকার খবর ছড়িয়ে পড়ে।

Kultoli Tiger Panic: কুলতলিতে হৃদকম্প! এই ক্ষেতে লুকিয়ে রয়েছে বাঘ আর লাঠি হাতে গ্রামবাসীরা
কুলতুলিতে বাঘের আতঙ্ক (ফাইল চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Dec 07, 2021 | 6:13 PM

দক্ষিণ ২৪ পরগনা: কুলতলির লোকালয়ে বাঘের আতঙ্ক। ধান ক্ষেতে লুকিয়ে রয়েছে বাঘ, পায়ের ছাপ দেখে অনুমান গ্রামবাসীদের। ছড়াল আতঙ্ক।

মঙ্গলবার সাত সকালে লোকালয়ে বাঘের পায়ের টাটকা ছাপ দেখা মেলায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে সুন্দরবনের কুলতলি ব্লকের ভুবনেশ্বরী গ্রামের নস্কর ঘেরি এলাকায়। এদিন স্থানীয় মানুষ গ্রামের ধান ক্ষেতে বাঘের পায়ের ছাপ দেখতে পান। মুহূর্তেই গ্রামে বাঘ ঢোকার খবর ছড়িয়ে পড়ে।

খবর চাউর হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। গ্রামবাসীরা ঘরের দরজা জানলা বন্ধ করে রাখেন। গ্রামবাসীদের দাবি, বাঘটি গ্রামের একটি ধান ক্ষেতে  লুকিয়ে রয়েছে। এদিকে গ্রামের লোকজন একত্রিত হয়ে লাঠি সোঁটা নিয়ে গ্রামের ঢোকার মুখে পাহারা দিতে শুরু করেন।

যাতে কোনওভাবে বাঘটি বাড়িতে ঢুকতে না পারে। এদিকে গ্রামে বাঘ ঢোকার খবর পেয়েই বন দফতরের রায়দিঘি রেঞ্জের বন কর্মীরা নদী পথে জাল, ঘুম পাড়ানি বন্দুক নিয়ে রওনা দিয়েছেন ঘটনাস্থলে। বাঘ ঢোকাকে ঘিরে এলাকায় উত্তেজনা থাকায় ঘটনাস্থলে গিয়েছে স্থানীয় মইপীঠ উপকূল থানার ওসির নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী। উল্লেখ্য কয়েকদিন ধরেই সুন্দরবনের জঙ্গল থেকে একটি বাঘিনী রাতের অন্ধকারে বেরিয়ে নদী সাঁতরে কুলতলির লোকালয়ে চলে আসছে। আবার আপন খেয়ালে জঙ্গলে ফিরে যাচ্ছে। স্বাভাবিক ভাবেই বাঘের আগমনে ঘুম ছুটেছে স্থানীয় বাসিন্দাদের।

এক গ্রামবাসীর কথায়, “মাটিতে কাদায় বাঘের পায়ের ছাপ স্পষ্ট। বাচ্চা আর মেয়েদের ঘরে থাকতেই বলেছি আমরা। গ্রামের ছেলেরা লাঠি হাতে পাহারা দিচ্ছে। ধান খেতের মধ্যে ঘাপটি মেরে রয়েছে বলে অনুমান। বনকর্মীরা আসছেন। নিশ্চয়ই কোনও একটা ব্যবস্থা হবে। একেবারে যে বাঘের সঙ্গেই ঘর করি আমরা। আতঙ্ক তো রয়েইছে।”

আরও পড়ুন: Chanditala Murder Case: রেললাইনের ধার থেকে উদ্ধার দেহ, ‘আত্মঘাতী’ চণ্ডীতলায় একই পরিবারের ৩ জনকে খুনে মূল অভিযুক্ত

আরও পড়ুন: Crops Ruined In Rains: নতুন করে জল ঢুকতে শুরু করেছে গ্রামে, ফসল তুলেও রেহাই নেই চাষিদের