Extramaratial Affair: ‘আমার বৌ-এর পাড়ার ছেলের সঙ্গে পরকীয়া করত, দা দিয়ে কুপিয়ে মেরে ফেলেছি’

Extramaratial Affair: অভিযুক্ত স্বামীর নাম বিপ্লব মণ্ডল। মৃত গৃহবধূর নাম বিমলা মণ্ডল। স্বামীর দাবি, তাঁর স্ত্রী প্রতিবেশীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। এরপর শুক্রবার সন্ধ্যে নাগাদ ওই মহিলা ফোনে কথা বলছিলেন। সেই সময়ই স্বামীর সঙ্গে তুমুল বচসায় জড়িয়ে পড়েন তিনি।

Extramaratial Affair: 'আমার বৌ-এর পাড়ার ছেলের সঙ্গে পরকীয়া করত, দা দিয়ে কুপিয়ে মেরে ফেলেছি'
পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন Image Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jun 08, 2024 | 5:30 PM

কুলতলি: ফোনে কারও সঙ্গে কথা বলছিলেন। ক্রমাগত কথা বলেই চলেছেন। সেই বিষয়টি নিয়েই সন্দেহ প্রকাশ করেন স্বামী। আর তারপরই শুরু হয় তুমুল অশান্তি। সেই থেকেই গন্ডগোল। অভিযোগ, স্ত্রী পরকীয়া করছেন সেই সন্দেহ করে তাঁকে খুন করলেন তিনি। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থানার কাটামারি গ্রামে।

অভিযুক্ত স্বামীর নাম বিপ্লব মণ্ডল। মৃত গৃহবধূর নাম বিমলা মণ্ডল। স্বামীর দাবি, তাঁর স্ত্রী প্রতিবেশীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। এরপর শুক্রবার সন্ধ্যে নাগাদ ওই মহিলা ফোনে কথা বলছিলেন। সেই সময়ই স্বামীর সঙ্গে তুমুল বচসায় জড়িয়ে পড়েন তিনি। অভিযোগ, তখনই স্বামী বিপ্লব বাড়িতে থাকা কাটারি দিয়ে কুপিয়ে খুন করেন স্ত্রীকে।

মহিলার চিৎকারে সেখানে উপস্থিত হন স্থানীয় প্রতিবেশীরা। তাঁরাই খবর দেন পুলিশে। সেই খবর পেয়ে অভিযুক্ত স্বামীকে উদ্ধার করে পুলিশ। ধৃতকে শনিবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়। গৃহবধূর মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।খুনের কথা স্বীকার করেছে অভিযুক্ত স্বামী। বিপ্লব বলেন, “পাড়ার একটা ছেলের সঙ্গে ওর পরকীয়ার সম্পর্ক ছিল। কালকে ফোন করছিল ওই ছেলেটাকে। নোংরা-নোংরা কথা বলছিল। আমি সহ্য করতে পারিনি। দা দিয়ে কুপিয়ে মেরে ফেলেছি।”