Bishnupur: শরীরে কাপড় নেই, হাত-পা বাঁধা, পুজোর মধ্যেই খুন!
Bishnupur: রসখালী গ্রাম পঞ্চায়েতের সদস্য গোপাল নস্করের দাবি, বৃদ্ধাকে শারীরিক নির্যাতন করে গায়ের সোনার গয়না লুঠ করা হয়েছে। বৃদ্ধার হাত ও পা বাঁধা ছিল। তাঁর দাবি, এই ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। এই ঘটনার খবরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

বিষ্ণুপুর: বাড়িতে একাই থাকতেন ওই বৃদ্ধা। হঠাৎ বাইরে থেকে দুর্গন্ধ পেয়েই এলাকার বাসিন্দারা বাড়ির মধ্যে প্রবেশ করেন। ঢুকেই দেখেন পড়ে রয়েছে বৃদ্ধার দেহ। শরীরে কোনও পোশাক ছিল না। বাইরের থেকে দরজা বন্ধ ছিল। মৃতদেহ দেখেই খবর দেওয়া হয় বিষ্ণুপুর থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।
খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এলাকার মানুষের অভিযোগ ওই বৃদ্ধাকে খুন করা হয়েছে। দুর্গা পুজোর পঞ্চমীর দিন শেষবারের মতো দেখা গিয়েছিল ওই বৃদ্ধাকে। মৃতার নাম অনুপমা মণ্ডল। যেভাবে বাইরে থেকে দরজা বন্ধ করা ছিল, আর যেভাবে বৃদ্ধার হাত-পা বাঁধা হয়েছে, তা দেখেই খুন বলে অনুমান করছেন অনেকেই।
রসখালী গ্রাম পঞ্চায়েতের সদস্য গোপাল নস্করের দাবি, বৃদ্ধাকে শারীরিক নির্যাতন করে গায়ের সোনার গয়না লুঠ করা হয়েছে। বৃদ্ধার হাত ও পা বাঁধা ছিল। তাঁর দাবি, এই ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। এই ঘটনার খবরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে খবর, সোমবার সকালে বিষ্ণুপুর থানার পুলিশের কাছে খবর যায় যে এক বৃদ্ধার মৃতদেহ পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে ওই বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করে।
