Patient Death: ইঞ্জেকশন দিতেই মুখ থেকে গ্যাঁজলা বেরতে শুরু করে, বছর ২০-র গৃহবধূর মৃত্যু ঘিরে ধুন্ধুমার

Shuvendu Halder | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Oct 14, 2024 | 11:47 AM

Patient Death: বছর ২০-র রুমা আড়ি পেটে ব্যাথা ও বমির উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। পিঙ্কু দাসের চেম্বারে যান। চেম্বারের মধ্যে রেখেই শুরু হয় চিকিৎসা।

Patient Death: ইঞ্জেকশন দিতেই মুখ থেকে গ্যাঁজলা বেরতে শুরু করে, বছর ২০-র গৃহবধূর মৃত্যু ঘিরে ধুন্ধুমার
রোগী মৃত্যু ঘিরে উত্তেজনা
Image Credit source: TV9 Bangla

Follow Us

কচুবেড়িয়া: ভুল চিকিৎসায় এক তরুণী গৃহবধূর মৃত্যু ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার সাগরের কচুবেড়িয়ায়। এই ঘটনায় অভিযোগের তির এক কোয়াক চিকিৎসকের বিরুদ্ধে। রবিবার সন্ধেয় দফায় দফায় মৃত তরুণীর পরিবারের লোকজন ওই কোয়াক চিকিৎসকের চেম্বার ঘিরে বিক্ষোভ দেখায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সাগর থানার পুলিশ। পুলিশ যাওয়ার পর বিক্ষোভ আরও চরমে ওঠে। পুলিশকে ঘিরে ধরে চলে ধস্তাধস্তি।

এই পরিস্থিতিতে পুলিশ ওই কোয়াক চিকিৎসক পিঙ্কু দাসের চেম্বারটি সিল করে দেয়। রাতেই আটক করা হয় পিঙ্কু দাসকে। মৃতার নাম রুমা আড়ি। তিনি স্থানীয় কচুবেড়িয়ার বাসিন্দা। বছর ২০-র রুমা আড়ি পেটে ব্যাথা ও বমির উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। পিঙ্কু দাসের চেম্বারে যান। চেম্বারের মধ্যে রেখেই শুরু হয় চিকিৎসা।

এই খবরটিও পড়ুন

অভিযোগ, এই অবস্থায় রুমাকে দেওয়া হয় ইঞ্জেকশন। এই ইঞ্জেকশন দেওয়ার কিছুক্ষণের মধ্যে রুমার শারীরিক অবস্থার অবনতি হয়। তরুণীর মুখ থেকে গ্যাঁজলা বেরতে থাকে। সন্ধ্যা নাগাদ সাগরব্লক হাসপাতালে নিয়ে গেলে তরুণীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এই ঘটনায় মৃতার পরিবারের পক্ষ থেকে এখনও থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি।

Next Article