Behala: বেহালায় কাঁসার থালা বাটি পরিষ্কার করতে এসে মহিলাকে লুটে নিল দুষ্কৃতীরা

Behala: শনিবার বেলা সাড়ে বারোটা নাগাদ দু'জন অপরিচিত ব্যক্তি ব্রহ্ম সমাজ রোডের বাসিন্দা এক মহিলার বাড়িতে আসেন। অভিযোগ, তাঁর কাছ থেকে তাঁরা বাড়িতে কাঁসা-পিতলের জিনিস পরিষ্কার করতে চান। যদিও, গৃহবধূ তাতে রাজি হননি। অভিযোগ, এরপর তাঁর রুপোর গহনা পরিষ্কার করতে চাইলে ওই মহিলা তাঁদের সেটি দেন।

Behala: বেহালায় কাঁসার থালা বাটি পরিষ্কার করতে এসে মহিলাকে লুটে নিল দুষ্কৃতীরা
বেহালায় কী কাণ্ডImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 09, 2023 | 6:38 PM

বেহালা: গন্ধটা নাকে ঠেকছিল মহিলার। তারপর অনুভব করেন শরীরটা খারাপ লাগছে। কিন্তু এর মধ্যেই যা ঘটার সব ঘটে গেল। আনুমানিক পঁয়ষট্টি হাজার টাকার সোনার গহনা নিয়ে পালিয়ে গেলেন আগন্তুক দুই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে বেহালার ব্রহ্ম সমাজ রোডে।

শনিবার বেলা সাড়ে বারোটা নাগাদ দু’জন অপরিচিত ব্যক্তি ব্রহ্ম সমাজ রোডের বাসিন্দা এক মহিলার বাড়িতে আসেন। অভিযোগ, তাঁর কাছ থেকে তাঁরা বাড়িতে কাঁসা-পিতলের জিনিস পরিষ্কার করতে চান। যদিও, গৃহবধূ তাতে রাজি হননি। অভিযোগ, এরপর তাঁর রুপোর গহনা পরিষ্কার করতে চাইলে ওই মহিলা তাঁদের সেটি দেন। একই ভাবে সোনার গহনাও পরিষ্কার করতে চান অভিযুক্তরা। কিন্তু মহিলা রাজি না হওয়ায় পরনে থাকা সোনার গহনার উপরেই কেমিক্যাল লাগিয়ে দেয়। আর তাতেই বাজে ধরনের গন্ধ অনুভব করেন ওই মহিলা। তাঁর দাবি ওই গন্ধ থেকে শরীর খারাপ করতে শুরু করেন। এরপর একটি বাটির মধ্যে সোনার চুড়ি গুলি রেখে ঢাকা দিয়ে দেন। মহিলা জানান, দশ থেকে পনেরো মিনিট পর সেই ঢাকনা খুলতে। আর ঢাকনা খুলতেই চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড়। ওই সকল গহনা নেই। তখন আর বুঝতে বাকি থাকে না কিছুই। গোটা ঘটনায় পর্ণশ্রী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার। পুলিশ তদন্ত শুরু করেছে।

গৃহবধূ বলেছেন,সোনার চুড়ির উপর কোনও কিছু কেমিক্যাল লাগিয়ে দিয়েছিল। সেটা দেখার পরই একটা বাজে ধরনের গন্ধ তিনি অনুভব করেন তিনি। শরীরটা খারাপ করতে শুরু করে। তারপরই তাঁদের কথা মতো তিনি তিনটি সোনার চুড়ি দেয় পরিষ্কার করার জন্য। এই সোনার চুড়িগুলিকে একটা বাটির মধ্যে রাখে। তারপর একটা ঢাকনা দিয়ে বাটি দুটো মুখ বন্ধ করে দেওয়া হয়। বলেন যে ১০ থেকে ১৫ মিনিট পরে খুলে দেখবেন এগুলো পরিষ্কার হয়ে গিয়েছে। এই কথা বলার পর তাঁরা বাড়ি থেকে বেরিয়ে যায়।”