Sundarban: টাটকা রক্তের খোঁজে ঘুরছে সে, জাল ছিঁড়েও গ্রামে ঢোকার মরিয়া চেষ্টা

Royal Bengal Tiger: জানা গিয়েছে, সুন্দরবনের কুলতলি ব্লকের অন্তর্গত মইপিঠ উপকূল থানার গুড়গুড়িয়া- ভুবনেশ্বরী গ্রাম পঞ্চায়েতের গৌড়ের চক গ্রামের বাসিন্দাদের নাওয়া খাওয়া ঘুম উড়েছে দক্ষিণারায়ের ভয়ে। শনিবার দিনভর বাঘের পায়ের ছাপ দেখেই তাকে খোঁজার চেষ্টা চালিয়েছে বনদফতর।

Sundarban: টাটকা রক্তের খোঁজে ঘুরছে সে, জাল ছিঁড়েও গ্রামে ঢোকার মরিয়া চেষ্টা
জাল ছেঁড়ার চেষ্টা বাঘের Image Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 10, 2023 | 12:30 PM

কুলতলি: কয়েকদিন ধরেই বাঘের আতঙ্কে ঘুম উড়েছে সুন্দরবনের কুলতলির বাসিন্দাদের। শুক্রবার রাত্রিবেলা নদীর চড়ে রয়্যাল বেঙ্গলের পায়ের ছাপ দেখতে পেয়েছিলেন এলাকাবাসী। তারপর থেকেই আতঙ্কে রয়েছেন তাঁরা। বাঘ আটকাতে জাল বিছিয়ে রেখেছিল বনদফতর। এবার সেই জাল ছেঁড়ার মরিয়া চেষ্টা বাঘের। আর সেই কার্য সিদ্ধ করতে পারলেই মিলবে টাটকা তাজা শিকার।

জানা গিয়েছে, সুন্দরবনের কুলতলি ব্লকের অন্তর্গত মইপিঠ উপকূল থানার গুড়গুড়িয়া- ভুবনেশ্বরী গ্রাম পঞ্চায়েতের গৌড়ের চক গ্রামের বাসিন্দাদের নাওয়া খাওয়া ঘুম উড়েছে দক্ষিণারায়ের ভয়ে। শনিবার দিনভর বাঘের পায়ের ছাপ দেখেই তাকে খোঁজার চেষ্টা চালিয়েছে বনদফতর।

শেষে বন কর্মীরা জাল দিয়ে গোটা গ্রাম ঘিরে ফেলেছে। যাতে কোনওভাবে রাতের অন্ধকারে বাঘটি লোকালয়ে ঢুকে পড়তে না পারে। মইপিট থানার পুলিশের পক্ষ থেকেও লাগাতার গ্রামবাসীদেরকে সতর্ক করা হচ্ছে। পাশাপাশি মাইকিং করা হয়েছে। একই সঙ্গে গোটা রাত পাহাড়া দিয়েছেন বন কর্মীরা।

রবিবার সকালে গ্রামবাসীদের চক্ষু চড়কগাছ। তাঁদের দাবি বনদফতরের লাগানোর নাইলনের জাল ছেঁড়ার চেষ্টা চালিয়েছে বাঘ। শুধু তাই নয় দেখা মিলেছে পায়ের ছাপও। যা দেখে গ্রামবাসীদের ধারণা বন্য শুকর শিকারের চেষ্টা চালিয়েছে সে। এদিকে বাঘ আদৌ সেখানে আছে কি না জানার জন্য নতুন করে জাল ঘিরে খোঁজার চেষ্টা শুরু করেছে বন কর্মীরা। যার জেরে আতঙ্ক আরও গাঢ় হয়েছে।