Crime News: ব্যক্তির গোপন ভিডিও তুলে লাগাতার ব্ল্যাকমেল, শ্রীঘরে মা ও মেয়ে

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 02, 2022 | 5:11 PM

Sonarpur: ১০ লক্ষ টাকা দাবি করা হয় তার কাছ থেকে। তারমধ্যে ২ লক্ষ টাকা তিনি দেন। তারপরও ফের টাকা চাওযায় পুলিশের দারস্থ হন তিনি।

Crime News: ব্যক্তির গোপন ভিডিও তুলে লাগাতার ব্ল্যাকমেল, শ্রীঘরে মা ও মেয়ে
অভিযুক্ত মা ও মেয়ে (নিজস্ব ছবি)

Follow Us

নরেন্দ্রপুর: গোপন ভিডিও করে তা দিয়ে দীর্ঘদিন এক ব্যক্তিকে ব্ল্যাকমেইল করছিল মা ও মেয়ে। মোটা টাকা বারবার দাবি করছিল তারা। কিন্তু সব টাকা দিতে পারেননি ওই ব্যক্তি। তবুও নাছোড় ওই দুইজন। ক্রমাগত টাকার জন্য মানসিক চাপ দিতে থাকেন ওই ব্যক্তিকে। টাকা না দিলে ভিডিও ভাইরাল করে দেওয়ারও হুমকি দেয় অভিযুক্তরা। অবশেষে ওই ব্যক্তি সোজা চলে যায় থানায়। গোটা ঘটনার বিষয়ে পুলিশে অভিযোগ দায়ের করে। এরপরই ঘটনার তদন্তে নেমে মা ও মেয়েকে গ্রেফতার করে পুলিশ।

ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার মিশনপল্লীতে। ফেসবুকে এক মহিলা ব্যারাকপুরের এক বাসিন্দার সঙ্গে প্রথমে বন্ধুত্ব করেন। পরে প্রেমের সম্পর্কের নাটক করতে থাকেন। এবার সম্পর্ক যখন আরও গভীর হয় ওই মহিলা ব্যক্তিকে ডাকেন তাঁর বাড়িতে। এবার গোটা ঘটনাটি মহিলার পাশাপাশি তার মেয়েও জানত। এরপর ওই ব্যক্তি যেদিন মহিলার বাড়িতে আসেন তখনই তাঁর গোপন ভিডিয়ো করতে থাকে মহিলার মেয়ে।

সেই ভিডিও দেখিয়ে দিনের পর দিন ব্ল্যাকমেইল করা হয় ব্যক্তিকে। ১০ লক্ষ টাকা দাবি করা হয় তার কাছ থেকে। তারমধ্যে ২ লক্ষ টাকা তিনি দেন। তারপরও ফের টাকা চাওযায় পুলিশের দারস্থ হন তিনি। মঙ্গলবার নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্তে নেমে মা ও মেয়েকে গ্রেফতার করা হয়েছে। এইদিনই তাদের আদালতে পেশ করে পুলিশ।

পুলিশ আধিকারিক বলেন, “বছর ষাটের ওই ভদ্রলোককে বাড়িতে ডাকেন অভিযুক্ত মহিলা। বাড়ির অন্যান্য সকলের সঙ্গে আলাপ পরিচয় করাবে বলেই ডাকেন তিনি। এবার যখন তারা ঘনিষ্ঠ মুহুর্ত কাটাচ্ছিলেন। সেই সময় তাঁদের সেই মুহুর্তের গোপন ভিডিও করেন মহিলার মেয়ে। তারপরই শুরু হয় ব্ল্যাকমেল। মোটা টাকা দাবি করতে থাকেন তারা। পরে ওই ব্যক্তি থানায় অভিযোগ করেন।”

আরও পড়ুন: West Bengal BJP: পদ্মের শীর্ষ নেতাদের নজরে বঙ্গ বিজেপি, অধিবেশন শেষেই মোদী-শাহর সঙ্গে বৈঠকে বসতে পারেন শান্তনু

আরও পড়ুন: Mamata Banerjee on Budget: ‘হীরের ঝোল বানাবে, হীরের তরকারি বানাবে’, বাজেট নিয়ে মোদী সরকারকে কটাক্ষ মমতার

Next Article