কলকাতা: উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, এদিন দিনভর বৃষ্টিতে ভিজল গোটা রাজ্যই। কখনও হালকা তো কখনও মাঝারি বৃষ্টিতে ভিজল হাওড়া, হুগলি থেকে কোচবিহার, জলপাইগুড়ি, কলকাতা থেকে দার্জিলিং। এদিকে দুয়ারে কড়া নাড়ছে লোকসভা নির্বাচন। ১৯ এপ্রিল থেকে শুরু ভোট। বাংলায় সাত দফায় হতে চলেছে লোকসভা নির্বাচন। জোরকদমে শুরু হয়ে গিয়েছে ভোট প্রচার। কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে সব নেতা-নেত্রীরাই। বৃষ্টি উপেক্ষা করে প্রচার সারলেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। এদিন পান্ডুয়া বিধানসভার বিভিন্ন পঞ্চায়েত এলাকায় প্রচারে দেখা যায় লকেটকে। মাথায় ছাতা ধরলেন দলীয় কর্মীরা। পাঁচঘরা পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে এলাকার মহিলাদের সঙ্গে কথাও বলতে দেখা যায় লকেটকে।
একই ছবি জলপাইগুড়িতে। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী নির্মল চন্দ্র রায়। বৃষ্টি মাথায় নিয়ে এদিন ভোট প্রচারে নামতে দেখা গেল তাঁকে। এদিন মালবাজার ব্লকের ডামডিম, রাঙামাটি এবং মাল শহর এলাকায় ছায়া মাথায় প্রচার করতে দেখা গেল তাঁকে। সঙ্গে ছিলেন অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের প্রতিমন্ত্রী বুলুচিক বড়াইক সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের প্রচুর কর্মী-সমর্থকও এদিন তাঁর প্রচারে পা মেলান।
বৃষ্টি উপেক্ষা করে ভোট প্রচারে নামতে দেখা গেল বালুরঘাটের বিজেপি সাংসদ তথা বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে। এবারও তিনি বালুরঘাট থেকেই টিকিট পেয়েছেন। বুধবার দুপুর থেকে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুরের বিভিন্ন অঞ্চল কমিটির সঙ্গে মিটিং করেন সুকান্ত। ছাতা মাথায় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগও করেন।
অন্যদিকে এবার আরামবাগ থেকে তৃণমূলের টিকিটে লড়ছেন মিতালি বাগ। এদিন বৃষ্টি ভেজা দিনে ছাতা মাথায় দিয়ে ভোট প্রচার করতে দেখা গেল তাঁকেও। আকাশে তখন অঝরধারা। বৃষ্টি মাথায় নিয়েই গোঘাটের গ্রামে যেতে দেখা গেল মিতালি দেবীকে। মাথায় ছাতা নিয়েই এদিন ঘুরে বেড়ান কুমারগঞ্জ, বেঙ্গাই এবং কামারপুকুর চটি এলাকায়। দলীয় কর্মীদের সঙ্গে কথা বলেন। করেন জনসংযোগ।