Chinsura: জল চুরি রুখলেন তৃণমূল বিধায়ক
Chinsura: আজ চুঁচুড়ার কোদালিয়া ১ গ্রাম পঞ্চায়েতের রবীন্দ্রনগর এক নম্বর কলোনি এলাকায় জনসংযোগে যান অসিত। সেখানে গিয়ে বেআইনি পিএইচ কানেকশন ধরেন। ওই এলাকার প্রায় ১৫টি বাড়িতে অবৈধ পানীয় ভাবে জলের কানেকশন চলছে দেখতে পান বিধায়ক।
চুঁচুড়া: পানীয় জল চুরি নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জনসংযোগে বেরিয়ে সেই জল চুরি ধরলেন চুঁচুড়ার বিধায়ক। বেআইনি পিএইচই লাইন কাটলেন। বস্তুত, গত লোকসভা নির্বাচনে চুঁচুড়া বিধানসভায় সাড়ে আট হাজার ভোটে পিছিয়ে ছিল তৃণমূল। কারণ খুঁজতে মাঠে নেমেছেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। যেসব এলাকায় হার রয়েছে দলের সেখানেই গত কয়েকদিন ধরে জনসংযোগ করছেন বিধায়ক।
আজ চুঁচুড়ার কোদালিয়া ১ গ্রাম পঞ্চায়েতের রবীন্দ্রনগর এক নম্বর কলোনি এলাকায় জনসংযোগে যান অসিত। সেখানে গিয়ে বেআইনি পিএইচ কানেকশন ধরেন। ওই এলাকার প্রায় ১৫টি বাড়িতে অবৈধ পানীয় ভাবে জলের কানেকশন চলছে দেখতে পান বিধায়ক। এরপরেই পঞ্চায়েতের আধিকারিকদের দেখে পাঠান। বেআইনি কানেকশন নেওয়া বাড়ি থেকে সেই কানেকশন কেটে দেওয়ার নির্দেশ দেন। কয়েকটি বাড়ি থেকে কানেকশন সঙ্গে সঙ্গে কেটেও দেওয়া হয়। এমনকী এই জল একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে ও ব্যবহার করা হচ্ছে দেখে রেগে যান বিধায়ক।
বিধায়ক বলেন, “পঞ্চায়েতের তরফ থেকে নয় থেকে দশটি পাম্প করা হয়েছে। যা এখনো পিএইচির নেয়নি সেই পাম্পগুলো চালাতে হচ্ছে এবং তারপরেও কেন মানুষের ঘরে জল পৌঁছাচ্ছে না,সেটাই দেখতে বেরিয়েছিলাম। বহু মানুষ একের অধিক কানেকশন নিয়েছে। এদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে দরকারে এফআই করা হবে।”
যদিও স্থানীয় বাসিন্দারা জানান, তারা নিয়ম মেনে বাড়ির দুটি ইলেকট্রিক বিল দেখিয়েই কানেকশন নিয়েছিলেন। কোনও রকম পাম্প চালানো হয় না বা অবৈধভাবে ব্যবহার করেন না। অপরদিকে, পাম্প অপারেটরদের দাবি, পাম্পের যা প্রেসার রয়েছে তা গোটা পঞ্চায়েত এলাকায় চলে যাওয়ার কথা। তবে কিছু কিছু জায়গায় এইভাবে অবৈধভাবে কানেকশন নেওয়া এবং ট্যাঙ্কে জল তোলার কারণে জল পৌঁছাচ্ছে না। বহুবার অবৈধ কানেকশন নেওয়া বাড়িগুলিতে কানেকশন কাটার জন্য বলা হলে, তাঁদের হুমকির মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ।
পঞ্চায়েত প্রধান সুকান্ত ঘোষ বলেন, “আমাদের পক্ষে কারা চুরি করে কানেকশন নিচ্ছে সেটা দেখা সম্ভব হচ্ছে না। রাজ্যের মধ্যে সবথেকে বড় পঞ্চায়েত আমাদের। কেউ চুরি করলে কিছু করার নেই। এখানে আমাদের কোনও গাফিলতি নেই।”