Weather Update: বৃষ্টির পূর্বাভাসের মধ্যেই সুখবর! কবে পড়বে শীত জানাল হাওয়া অফিস

Weather Update: তবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস থাকলেও কলকাতায় আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। সকাল সন্ধ্যা মনোরম আবহাওয়া। বেলা বাড়লে সামান্য গরম ও জলীয় বাষ্প থাকার কারণে সামান্য অস্বস্তি হতে পারে। ৭ তারিখ আবার তাপমাত্রা একটু কমতে পারে।

Weather Update: বৃষ্টির পূর্বাভাসের মধ্যেই সুখবর! কবে পড়বে শীত জানাল হাওয়া অফিস
কবে পড়বে শীতImage Credit source: Telegraph
Follow Us:
| Edited By: | Updated on: Nov 02, 2023 | 11:15 AM

কলকাতা: নভেম্বর মাস পড়ে গিয়েছে। তবুও পড়ছে না শীত। একদম ভোর ও রাতের দিকে ঠান্ডা পড়লেও সারাদিন কিন্তু ঘাম ঝরছে। কবে পড়বে শীত? এই প্রশ্নই এখন মাথা চাড়া দিচ্ছে। হাওয়া অফিস আবার পূর্বাভাস দিয়েছে বৃষ্টির। তাহলে কি এরপরই পড়বে শীত?

আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, পূর্ব দিক থেকে বইছে বাতাস। ধীরে ধীরে পূবালী হাওয়ার প্রভাব বাড়বে। আপাতত ঊর্ধ্বমুখী হবে পারদ। ৩ তারিখ হালকা বৃষ্টি র সম্ভাবনা দক্ষিণ বঙ্গের জেলা গুলিতে। হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিন ও রাতের তাপমাত্রা ধীরে-ধীরে বাড়বে বেশ কয়েকদিন। তবে শীতের আমেজ কিছুটা কমবে। আগামিকাল পর্যন্ত তাপমাত্রা এই রমকই থাকবে।

এরপর পূবালি হাওয়ার সঙ্গে ঢুকবে জলীয় বাষ্প। যার জেরে আগামী কয়েক দিন উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ কোথাও মেঘলা আকাশ থাকবে। আগামিকাল হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে জেলায়। পুরুলিয়া,বাঁকুড়া,পূর্ব মেদিনীপুর,পশ্চিম মেদিনীপুর,ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। বৃষ্টির পর মেঘ কেটে গেলে আবারও তাপমাত্রা নামতে পারে।

তবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস থাকলেও কলকাতায় আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। সকাল সন্ধ্যা মনোরম আবহাওয়া। বেলা বাড়লে সামান্য গরম ও জলীয় বাষ্প থাকার কারণে সামান্য অস্বস্তি হতে পারে। ৭ তারিখ আবার তাপমাত্রা একটু কমতে পারে।

অপরদিকে, ৩ ও ৪ নভেম্বর দার্জিলিং ও কালিম্পয়ের বেশ কয়েকটি জায়গায় দু’এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পাহাড়ি অঞ্চলে ইতিমধ্যেই পড়েছে ঠান্ডা। ক্রমশ শুকনো বাতাস জলীয় বাষ্প কমবে। তাপমাত্রার বিশেষ হেরফের না হলেও শীতের আমেজ ক্রমশ বাড়তে থাকবে।