North Dinajpur: ভুল ইঞ্জেকশনে প্রাণ গেল দেড় মাসের শিশুর? তুমুল বিক্ষোভ রায়গঞ্জে
North Dinajpur: শিশুটিকে রায়গঞ্জ মেডিকেলে নিয়ে গেলে শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে দেন। এ ঘটনার পরেই শুক্রবার ওই স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্যকর্মীদের আটকে রেখে বিক্ষোভ দেখান স্থানীয়রা।
রায়গঞ্জ: দেড় মাসের শিশুর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা রায়গঞ্জের গোয়ালপাড়ায়। পরিবারের সদস্যদের অভিযোগ, সরকারি স্বাস্থ্যকেন্দ্রে ভুল ইঞ্জেকশন দেওয়ার পরেই মৃত্যুর কোলে ঢোলে পড়ে ওই শিশু। ঘটনায় ব্যাপক বিক্ষোভও শুরু হয় এলাকায়। পুলিশ এলে তাঁদের সঙ্গেও এলাকার বাসিন্দাদের বচসা শুরু হয়। ঘটনা রায়গঞ্জের গোয়ালপাড়ায়। শিশুটির পরিবারের সদস্যরা জানাচ্ছেন বৃহস্পতিবার টিকা দিতে ওই শিশুকে সরকারি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়েছিলেন তাঁরা। সেখানেই এক মহিলা স্বাস্থ্যকর্মী তাঁকে একাধিক ইঞ্জেকশন দেন। তারপরেই শিশুটি মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ে বলে খবর।
ওই অবস্থাতেই শিশুটিকে রায়গঞ্জ মেডিকেলে নিয়ে গেলে শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে দেন। এ ঘটনার পরেই শুক্রবার ওই স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্যকর্মীদের আটকে রেখে বিক্ষোভ দেখান স্থানীয়রা। প্রতিবাদীদের দাবি,এই প্রথম নয়, এর আগেও একাধিকবার এ ধরনের ঘটনা ঘটেছে। সে কারণেই তাঁরা অভিযুক্ত স্বাস্থ্যকর্মীদের অন্যত্র বদলির দাবি তুলেছেন তাঁরা। এদিকে উত্তেজনার খবর যায় রায়গঞ্জ থানায়।
খবর পেয়ে এলাকায় আসে পুলিশ। পুলিশের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়ে যায় বিক্ষোভকারীদের। যদিও এ বিষয়ে অভিযুক্ত স্বাস্থ্যকর্মী কোনও মন্তব্য করতে চাননি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গোটা ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান।