North Dinajpur: জেলাশাসকের নাকের ডগায় কলেজে জমায়েত, ‘সবটাই সংস্কৃতি’, দাবি অধ্যক্ষের!

COVID19: কলেজের থেকে এক কিলোমিটারের মধ্যেই জেলাশাসকের দফতর। কেন প্রশাসনের চোখ এড়িয়ে এই অনুষ্ঠান করা হল?

North Dinajpur: জেলাশাসকের নাকের ডগায় কলেজে জমায়েত, 'সবটাই সংস্কৃতি', দাবি অধ্যক্ষের!
কলেজে জমায়েত, নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Oct 01, 2021 | 7:36 PM

উত্তর দিনাজপুর:  বঙ্গ শিয়রে অজানা জ্বরের আতঙ্ক। সঙ্গে রয়েছে কোভিডের তৃতীয় ঢেউয়ের (COVID 19) আতঙ্ক। এরইমধ্যে ভয়  ধরাচ্ছে সরকারি বিএড কলেজের ছবি। চলছে নবীনবরণের অনুষ্ঠান। কারও মুখে রয়েছে মাস্ক, কেউ বা মাস্ক ছাড়াই বসে রয়েছেন আসনে।  অরক্ষিত সেই মুখগুলিই ভয় ধরাচ্ছে সর্বাধিক। তারইমধ্যে চলছে নাচ-গানের অনুষ্ঠান! এদিকে, জানেনই না জেলাশাসক! সরকারি কলেজের এহেন  ছবিতে কার্যত  বিতর্কের ঝড়।

শুক্রবার দেখা যায়,  রায়গঞ্জের বিএড কলেজে সাড়ম্বরে পালিত হচ্ছে  নবীনবরণ উত্‍সব। রীতিমতো নাচ-গান করে খোদ অনুষ্ঠান পালন করছেন পড়ুয়া থেকে শিক্ষকরাও। সরকারি বিধি ভঙ্গ করে কী করে এমন জমায়েত চলছে? পাশাপাশি জেলাশাসকের নাকের ডগায় এভাবে অনুষ্ঠান পালন করাই বা সম্ভব হচ্ছে কী করে? কিন্তু, প্রশ্ন করতে গেলেই কার্যত তেতে ওঠেন কলেজের অধ্য়ক্ষ। তাঁর সাফ বক্তব্য, “সংস্কৃতি ছাড়া কিছু হয় না। সবটাই সংস্কৃতি। এখানে কোনও অন্যায় হচ্ছে না।” এরপর সংবাদমাধ্য়ম প্রশ্ন করতে গেলে কার্যত সপাটে উত্তর দিয়ে বলেন, “জেনে নিয়ে খবর নিয়ে  তারপর কথা বলা উচিত। এভাবে আচমকা খবর করাটা সমীচীন নয়।”

অনুষ্ঠানে উপস্থিত এক ছাত্রীর কথায়, “আমরা নিয়ম মেনেই অনুষ্ঠান করছি। সকলের টিকাকরণ হয়ে গিয়েছে। সামাজিক দূরত্ববিধি মেনেই অনুষ্ঠান করা হয়েছে।” অন্য় আরেক পড়ুয়া বলেন, “আমার দুই ছেলেমেয়েকে নিয়ে এসেছি। কী করব, অনুষ্ঠানে ডেকেছিল। বাচ্চাদের নিয়েই অনুষ্ঠানে এসেছি।”

কিন্তু, যেখানে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলি এখনও বন্ধ, আসন্ন দুুর্গাপুজোতেও যেখানে জারি রয়েছে একাধিক বিধিনিষেধ সেখানে কী করে এইভাবে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে জমায়েত চলতে পারে? উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থেকে বিতর্কের মুখে পড়েছেন সিপিএমের শিক্ষক সংগঠনের নেতা  উত্তর দিনাজপুর জেলা সম্পাদক বিপুল মৈত্র, সহ-সভাপতি অনিরুদ্ধ সিংহ ও কোষাধ্যক্ষ অরুপ সরকার।

বিপুলবাবু ইটাহারের বানবোল হাইস্কুলের প্রধানশিক্ষক। অনিরুদ্ধ রায়গঞ্জের হাতিয়া ও অরুপ হেমতাবাদের দেহুচী হাইস্কুলের প্রধানশিক্ষকের পদে কর্মরত রয়েছেন। শিক্ষক সংগঠনের নেতা হয়ে কী করে তাঁরা এই অনুষ্ঠানে অনুমতি দিলেন তা নিয়েও উঠছে প্রশ্ন। যদিও, বিপুলবাবুর দাবি, তিনি অনিরুদ্ধ ও অরূপবাবুকে নিয়ে বিশেষ কাজে ওই কলেজের অধ্যক্ষের সঙ্গে দেখা করতে  গিয়েছিলেন। অনিচ্ছাকৃতভাবেই তাঁরা ওই অনুষ্ঠানে জড়িয়ে পড়েন।

কিন্তু, কলেজের থেকে এক কিলোমিটারের মধ্যেই জেলাশাসকের দফতর। কেন প্রশাসনের চোখ এড়িয়ে এই অনুষ্ঠান করা হল? জেলাশাসক অরিন্দম কুমার মীনা বলেন, “স্কুল কলেজ খোলার কোনো সরকারি নির্দেশ এখনো নেই। স্যানিটাইজ আর ভ্যাক্সিনের জন্যেই নির্দেশ রয়েছে। আর বিষয়টি আমি জেনেছি, বিষয়টি খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে। আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

প্রসঙ্গত, সম্প্রতি, আইসিএমআরের পক্ষ থেকে প্রাইমারি স্কুল খোলার প্রস্তাব দেওয়া হলেও রাজ্য সরকারের শিক্ষা দফতরের তরফে এখনও এমন কোনও ছাড়পত্র দেওয়া হয়নি। স্কুল খোলার পক্ষে আইসিএমআরের যুক্তি ছিল, শিশুদের অনাক্রম্যতা অনেক বেশি। যারফলে সংক্রমণ প্রতিরোধের ক্ষমতাও বেশি। করোনা সংক্রমণকে প্রতিহত করতেই সক্ষম তারা। কিন্তু, গবেষণা বলছে, করোনার আসন্ন তৃতীয় ঢেউয়ে শিশুদেরও সংক্রমিত হওয়ার সম্ভাবনা বেশি। পরে কী পরিস্থিতি হতে পারে বা হতে চলেছে সে বিষয়ে না জেনেই কোনও সিদ্ধান্ত নিতে চাইছে না রাজ্য  শিক্ষা দফতর। আপাতত তাই স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্তই বহাল রয়েছে। তবে, কালীপুজোর পর কলেজ-বিশ্ববিদ্যালয় খুলতে পারে বলেই জানিয়েছে রাজ্য সরকার।

আরও পড়ুন:  ‘অতি বিপজ্জনক’ কালিম্পং! উত্তরবঙ্গে কোভিডের নয়া ভ্যারিয়েন্টের খোঁজ মিলতেই সতর্ক পদক্ষেপ জেলায় জেলায়

আরও পড়ুন: রোমহর্ষক! লাইভেই TV9 সাংবাদিকের সামনেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তালগাছ-ল্যাম্প পোস্ট