Islampur Deadbody Recover: ছাত্রীর কি না এই অবস্থা! দরজা খুলতেই তাজ্জ্বব শিক্ষক
Islampur: সূত্রের খবর,মালদহর পাকুয়া কেন্টপুকুর এলাকার বাসিন্দা ইসলামপুর আই টি আই কলেজে ভর্তি হয়েছিলেন রূপা। মাস তিনেক আগে কলেজের পাশে এক শিক্ষকের বাড়িতে ভাড়া থাকতে শুরু করেন ওই ছাত্রী। এরপর আজ সকালে দরজা না খোলায় সন্দেহ হয় বাড়ির মালিকের।
ইসলামপুর: মেয়েটা থাকত শিক্ষকের ঘরে। ভাড়া নিয়ে থাকত সে। তবে এইভাবে তাঁকে দেখতে হবে কেউ ভাবেননি। ঘর থেকে উদ্ধার হল কলেজ পড়ুয়ার ঝুলন্ত দেহ। জানা যাচ্ছে তিনি আইটি ছাত্রী। মৃতের নাম রূপা সিনহা (২১)। বাড়ি মালদহের পাকুয়া কেন্টপুকুর এলাকায়। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ইসলামপুর শহরের কলেজ পাড়া এলাকায়। মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে এটি আদৌ আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তার জন্য তদন্ত শুরু হয়েছে।
সূত্রের খবর,মালদহর পাকুয়া কেন্টপুকুর এলাকার বাসিন্দা ইসলামপুর আই টি আই কলেজে ভর্তি হয়েছিলেন রূপা। মাস তিনেক আগে কলেজের পাশে এক শিক্ষকের বাড়িতে ভাড়া থাকতে শুরু করেন ওই ছাত্রী। এরপর আজ সকালে দরজা না খোলায় সন্দেহ হয় বাড়ির মালিকের। দরজা ভেঙে ভিতরে প্রবেশ করতেই তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান বাড়ির লোকেরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ।
পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতাল মর্গে পাঠায়। তবে কী কারণে এই ঘটনা,কেন ওই ছাত্রী আত্মহত্যা করলেন, এর পেছনে অন্য কোনও রহস্য আছে তা এখনো স্পষ্ট নয়। কলেজের শিক্ষক সুরেশ বিশ্বাস বলেন, “আমি গিয়ে দেখছি পাশের রুমে যে মেয়েটি ভাড়া থাকে তাদের দুজনের মধ্যে একজন বাইরে থেকে ডাকাডাকি করছে। আমি গিয়ে জিজ্ঞাসা করলাম কী হয়েছে। তখন ওর বন্ধু বলল ডাকছি খুলছে না। পরে দরজা ভাঙতে উদ্ধার হল দেহ।”