Awas Yojona: ‘অল ইজ ওকে’, আবাস যোজনা নিয়ে বিক্ষোভ তুলে বললেন বিডিও

বিডিওর আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষুব্ধ গ্রামবাসী। এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিডিও বলেন, "অল ইজ ওকে।"

Awas Yojona: 'অল ইজ ওকে', আবাস যোজনা নিয়ে বিক্ষোভ তুলে বললেন বিডিও
কুমারগ্রাম রাস্তা অবরোধ গ্রামবাসীর।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 24, 2022 | 6:04 PM

আলিপুরদুয়ার: ফের আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে উত্তেজনা ছড়াল। এবার ঘটনাস্থল আলিপুরদুয়ার। আবাস যোজনার তালিকায় আগে নাম ছিল। কিন্তু, কয়েক ঘণ্টার মধ্যেই আবাস যোজনার তালিকা বদল করে দেওয়া হয়েছে এবং সেই তালিকায় অবস্থাপন্ন লোকেদের নাম রয়েছে বলে অভিযোগ বারোবিশা ভলকা-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের। দরিদ্রদের বঞ্চিত করা হচ্ছে অভিযোগ তুলে শনিবার সকালে রাস্তা অবরোধ করে বিক্ষোভও দেখান তাঁরা। যার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে কুমারগ্রাম জোড়াই সড়ক। যদিও পরে কুমারগ্রাম বিডিও-র হস্তক্ষেপে অবরোধ ওঠে এবং ‘থ্রি ইডিয়টস’ সিনেমার ডায়ালগের মতোই তাঁর গলায় শোনা যায়, ‘নাও অল ইজ ওকে’।

বারোবিশা ভলকা-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিক্ষুব্ধ বাসিন্দাদের অভিযোগ, এদিন সকালেও পঞ্চায়েত অফিসে টাঙানো আবাস যোজনার তালিকায় নাম ছিল। কিন্তু, কয়েক ঘণ্টা পরই দেখা যায়, তাঁদের নাম ওই তালিকায় নেই। তার বদলে গ্রামের অবস্থাপন্ন লোকেদের নাম রয়েছে। যারা আবাস যোজনার প্রকৃত দাবিদার তাদের বঞ্চিত করে অবস্থাপন্নদের সেই তালিকায় ঢোকানো হয়েছে বলে অভিযোগ গ্রামবাসীর। এর প্রতিবাদে এদিন বেলা ১১টা নাগাদ রুদ্ধে বারোবিশা ভলকা-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের সামনে কুমারগ্রাম জোড়াই সড়ক অবরোধ করেন গ্রামের মহিলারা। পরে সেই অবরোধে তাঁদের সঙ্গে সামিল হন গ্রামের পুরুষেরাও। তাঁদের দাবি ছিল, কুমারগ্রামের বিডিও মিহির কর্মকারকে অবরোধস্থলে এসে তাঁদের সমস্যার কথা শুনে ব্যবস্থা নিতে হবে। বিডিও যতক্ষণ না আসবেন তাঁরা অবরোধ তুলবেন না বলে সাফ জানিয়ে দেন মহিলারা। এদিকে,অবরোধের জেরে রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ডুয়ার্স থেকে ভুটান যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা হল এই কুমারগ্রাম সড়ক। অবরোধের ফলে পর্যটকেরাও বিপাকে পড়েন।

বেলা ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত প্রায় দু-ঘণ্টা অবরোধ চলার পর অবশেষে সেখানে উপস্থিত হন কুমারগ্রামের বিডিও মিহির কর্মকার। তখন তাঁকে ঘিরেই বিক্ষোভ দেখান গ্রামবাসী। তারপর বিডিও বিক্ষোভকারীদের অভিযোগ শোনেন এবং তাঁদের নাম পুনরায় তালিকায় অন্তর্ভুক্ত করার আশ্বাস দেন। অবশেষে বিডিওর আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষুব্ধ গ্রামবাসী। এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিডিও বলেন, “অল ইজ ওকে।”