দুর্গাপুর: তরুণীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল নিউটাউনশিপ এলাকায়। শুক্রবার রাতে এম.এ.এম.সি হাসপাতালের সামনের মাঠ থেকে তরুণীর অর্ধনগ্ন দেহ উদ্ধার করে পুলিস। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতার পরিবারের দাবি, ধর্ষণ(Rape) করে খুন করা হয়েছে। অভিযোগের আঙুল ওঠে তরুণীর প্রাক্তন স্বামী রাকেশ বাউরির দিকে।
শনিবার এই অভিযোগে নিউটাউনশিপ থানায় বিক্ষোভে শামিল হয় স্থানীয়রা। দাবি, অভিযুক্তকে গ্রেফতার করতে হবে ও দ্রুত বিচার করে ফাঁসি দিতে হবে। অভিযুক্ত রাকেশ বাউরিকে সেদিনই গ্রেফতার করে পুলিস।
আরও পড়ুন : ভরসন্ধ্যায় দুই নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ রামপুরহাটে
রবিবার সকালে দফায় দফায় চলে থানা ঘেরাও কর্মসূচি। এদিন সকাল সাড়ে ১১টা নাগাদ বিজেপি মহিলা মোর্চার নেতৃত্বে থানার সামনে চলে অবস্থান বিক্ষোভ। বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়, তরুণীকে খুনের ঘটনায় মূল অভিযুক্ত রাকেশ বাউরির বাবা স্থানীয় তৃণমূল নেতা হওয়ার সুবাদে পুলিস ধর্ষণের(Rape) অভিযোগ নিতে চাইছে না। এদিন মৃতার পরিবারের সঙ্গেও দেখা করেন বিজেপির মহিলা মোর্চার সদস্যরা।
আরও পড়ুন : কোম্পানির পিকনিক থেকে ফেরার পথে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু মেয়ের, গুরুতর জখম বাবা!
বিজেপির এই আন্দোলনের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেন দুর্গাপুর পুরসভার পুরপ্রধান দেবব্রত সাঁই। তিনি বলেন, ‘বিজেপি নেত্রীদের উচিত এখানে বিক্ষোভ না করে তাঁদের জেলা সভাপতির বিরুদ্ধে ধর্ষণের(Rape) অভিযোগে ধর্নায় বসা। পরে এসব সস্তা রাজনীতি করা যাবে।’
আরও পড়ুন : শীতের শহরে নেই বইমেলা, করোনা-কাঁটায় ‘বিষাদী’ বইপ্রেমী থেকে বইবাজার
প্রশাসন সূত্রে খবর, পোস্টমর্টেম রিপোর্টে কোথাও ধর্ষণের উল্লেখ নেই। ওই তরুণীর বিষক্রিয়ার মৃত্যু হয়েছে, এমনটাই বলা হয়েছে রিপোর্টে। এই নিয়ে ফের বেলা তিনটে নাগাদ উত্তপ্ত হয়ে ওঠে থানা চত্বর। পুলিসকর্মীদের সঙ্গে বচসাতেও জড়িয়ে পড়েন মৃতার পড়শীরা। তাঁদের দাবি, আগে ধর্ষণ(Rape) ও পরে খুন, এই মর্মে পুলিসকে অভিযোগ দায়ের করতে হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার উপক্রম হলে কমব্যাট ফোর্স নামাতে বাধ্য হয় প্রশাসন। অভিযুক্ত রাকেশ বাউরিকে সাত দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছে দুর্গাপুর মহকুমা আদালত।