AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Donald Trump Nobel Dream: দুধের স্বাদ মিটবে ঘোলে? নোবেল নয়, ট্রাম্প পাচ্ছেন অন্য পুরস্কার

Donald Trump in Israel: ওয়াকিবহাল মহলের মতে, নোবেল প্রসঙ্গ উঠতেই বরাবর ওবামাকে মাপকাঠি করেছেন ট্রাম্প। দেখা গিয়েছে তুলনা টানতেও। ওবামা কিছু না করেই নোবেল শান্তি পুরস্কার পেয়েছে বলে 'ক্ষোভ' প্রকাশ করেছেন তিনি। তবে এবার সেই ক্ষোভ কিছুটা হলেও প্রশমিত হবে তাঁর। শান্তি পুরস্কার মেলেনি। কিন্তু মিলতে চলেছে অন্য একটা পুরস্কার। যা আগে আমেরিকায় একমাত্র ওবামাই পেয়েছিলেন।

Donald Trump Nobel Dream: দুধের স্বাদ মিটবে ঘোলে? নোবেল নয়, ট্রাম্প পাচ্ছেন অন্য পুরস্কার
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পImage Credit: PTI
| Updated on: Oct 13, 2025 | 3:56 PM
Share

নয়াদিল্লি: গাজ়ায় এখন ‘নায়ক’-সম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইজরায়েল-হামাস সংঘাত থামিয়ে নেতানিয়াহুর চোখেও তিনি হয়ে উঠেছেন ‘মহামানব’। পাশাপাশি, তাঁর সংঘাত থামানোর তালিকাতেও হয়েছে আরও একটা সংযোজন। সাতটা নয়, ইজরায়েল-গাজা নিয়ে ইতিমধ্যেই আটটা সংঘাত থামিয়ে দিয়েছেন তিনি। কিন্তু তারপরেও নোবেল পেলেন না মার্কিন প্রেসিডেন্ট। তাঁর মতে যে নোবেল আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা কিছু না করেই পেয়ে গিয়েছিলেন। তিনি তা আটটা সংঘাত থামিয়েও পেলেন না। অবশ্য রয়টার্সকে একটি সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ‘শুধুমাত্র এই নোবেল পাওয়ার জন্য তিনি কখনও সংঘাত থামাতে উদ্যত্ত হননি। বরং তাঁর মনে হয়েছে, এটা করা প্রয়োজন, তাই করেছেন।’

ওয়াকিবহাল মহলের মতে, নোবেল প্রসঙ্গ উঠতেই বরাবর ওবামাকে মাপকাঠি করেছেন ট্রাম্প। দেখা গিয়েছে তুলনা টানতেও। ওবামা কিছু না করেই নোবেল শান্তি পুরস্কার পেয়েছে বলে ‘ক্ষোভ’ প্রকাশ করেছেন তিনি। তবে এবার সেই ক্ষোভ কিছুটা হলেও প্রশমিত হবে তাঁর। শান্তি পুরস্কার মেলেনি। কিন্তু মিলতে চলেছে অন্য একটা পুরস্কার। যা আগে আমেরিকায় একমাত্র ওবামাই পেয়েছিলেন।

কী সেই পুরস্কার?

গাজা শান্তি চুক্তি স্বাক্ষর হওয়ার পর ইজরায়েল সফরে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিন সেদেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর আমন্ত্রণে তাঁদের আইনসভা নেসেটেও রয়েছে ট্রাম্পের ভাষণ কর্মসূচি। সেদেশে পৌঁছেই ইজরায়েল-গাজা যুদ্ধ থেমে গিয়েছে বলে দাবি করেছেন ট্রাম্প। যার প্রতিফলনও অবশ্য দেখা গিয়েছে। সোমবার তেল আভিভে পা রাখতেই ট্রাম্পের নামে ওঠে জয়ধ্বনি। যুদ্ধ থামিয়ে শান্তি ফিরিয়ে আনার জন্য ট্রাম্পকে কুর্নিশ জানান ইজরায়েলবাসীরা।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্য়ম সূত্রে জানা গিয়েছে, ট্রাম্পের আগমনে খুশিতে গদগদ হয়েছেন নেতানিয়াহু। দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘মেডেল অব অনার’ দিয়ে মার্কিন প্রেসিডেন্টকে সম্মানিত করতে চান তিনি। খোদ ইজরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজ়োগ এই সম্মান তুলে দেবেন তাঁর হাতে। শুধুই ইজরায়েল নয়, তাঁদের সর্বোচ্চ নাগরিক সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সম্মানিত করতে চায় মিশরও। উল্লেখ্য, ২০১৩ সালে শেষবার কোনও মার্কিন প্রেসিডেন্টকে এই সম্মানে সম্মানিত করেছিল ইজরায়েল। সেই সময়কালে আমেরিকার শাসনভার ছিল বারাক ওবামার কাঁধে। এবার সেই সম্মান পেতে চলেছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শান্তি পুরস্কার হল না ঠিকই। কিন্তু ওবামার পাওয়া ইজরায়েলি সর্বোচ্চ সম্মান তাঁর ভাগ্য়ে জুটতে চলেছে বলেই ধারণা একাংশের।