ঢাকা: অশান্তি যেন থামছেই না বাংলাদেশে। সেদেশের সংখ্যালঘু অর্থাৎ হিন্দুদের উপর লাগাতার নির্যাতনের অভিযোগ তো ছিলই, এবার ইউনূস জমানায় লাগাতার হামলার ঘটনা ঘটছে বাংলাদেশের শিক্ষাঙ্গনেও। অভিযোগ, এবার হামলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির অফিসে। হামলার অভিযোগ কট্টরপন্থীদের বিরুদ্ধে। নাম জড়িয়েছে ইউনূস বাহিনীর। ঘটনাকে কেন্দ্র করে চাপানউতোর শুরু হয়েছে সে দেশের শিক্ষা মহলেও।
অভিযোগ, ভেঙে ফেলা হয়েছে ঘরের সব আসবাবপত্র। ভাঙচুর চালানো হয়েছে শেখ মুজিবের ছবিতেও। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জিনাত হুদা জানিয়েছেন, শনিবার রাত ১০টার দিকে শিক্ষক সমিতির কার্যালয়ে সরকার পক্ষের ২০-৩০ জনের একটি দল জোর করে ঢুকে ভাঙচুর চালায়। শহিদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধাজ্ঞাপনের জন্য রাখা ফুল ছিঁড়েও নষ্ট করা হয়।
প্রসঙ্গত, হাসিনা সরকারের পতনের পর বর্তমানে বাংলাদেশে ক্ষমতায় রয়েছে অন্তবর্তী সরকার। মাথায় ইউনূস। যদিও তাঁদের বৈধতা নিয়ে উঠেছে গুচ্ছ গুচ্ছ প্রশ্ন। চিন্মকৃষ্ণ দাসের গ্রেফতারির পর পরিস্থিতি আরও ঘোরালো হয়েছে। অন্যদিকে আওয়ামী লিগের কর্মীদের উপরেও অত্যাচার দিনে দিনে আরও বেড়েছে চলেছে বলে খবর। প্রশ্নের মুখে সংখ্যালঘুদের নিরাপত্তা। দেশের নাা প্রান্ত থেকে লাগাতার আসছে হামলার অভিযোগ। এমনকী বড়দিন, নববর্ষের উদযাপনেও জারি হয়েছে ফতোয়া। এমতাবস্থায় এবার একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিযোগে নতুন করে শোরগোল।