Analemma Tower Photo: আকাশ থেকে ঝুলবে বহুতল! কল্পবিজ্ঞানকে হার মানাতে চলেছে ‘অ্যানলেমা টাওয়ার’, দেখুন ছবি

Analemma Tower Photo: আকাশ থেকে ঝুলবে বহুতল। সম্প্রতি এমনই অবিশ্বাস্য এক বাড়ির পরিকল্পনা প্রকাশ করা হয়েছে। দেখুন ছবিতে ছবিতে।

| Edited By: | Updated on: Dec 31, 2022 | 10:48 AM
যে কোনও বড় বহুতলকে আমরা 'আকাশচুম্বী' ভবন বলে থাকি। এবার আর কথায় নয়, সত্যি সত্যি আকাশকে চুম্বন করতে চলেছে একটি বহুতল ভবন। পৃথিবীকে প্রদক্ষিণকারী একটি গ্রহাণু থেকে তার দিয়ে বাঁধা অবস্থায় ঝুলে থাকবে ভবনটি। সম্প্রতি এমনই অবিশ্বাস্য এক বাড়ির পরিকল্পনা প্রকাশ করা হয়েছে।

যে কোনও বড় বহুতলকে আমরা 'আকাশচুম্বী' ভবন বলে থাকি। এবার আর কথায় নয়, সত্যি সত্যি আকাশকে চুম্বন করতে চলেছে একটি বহুতল ভবন। পৃথিবীকে প্রদক্ষিণকারী একটি গ্রহাণু থেকে তার দিয়ে বাঁধা অবস্থায় ঝুলে থাকবে ভবনটি। সম্প্রতি এমনই অবিশ্বাস্য এক বাড়ির পরিকল্পনা প্রকাশ করা হয়েছে।

1 / 7
বাড়িটি পরিকল্পনা করা হয়েছে 'স্পেস লিফটে'র ধারণার উপর ভিত্তি করে। বহুতলটির নাম দেওয়া হয়েছে 'অ্যানালেমা টাওয়ার'।

বাড়িটি পরিকল্পনা করা হয়েছে 'স্পেস লিফটে'র ধারণার উপর ভিত্তি করে। বহুতলটির নাম দেওয়া হয়েছে 'অ্যানালেমা টাওয়ার'।

2 / 7
তৈরি হওয়ার পর, এটিই হবে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন। রেস্তোরাঁ, দোকান, অফিস, বাগান, অ্যাপার্টমেন্ট এবং এমনকি ঈশ্বর উপাসনা জায়গাও থাকবে শত শত তলার এই ভবনটিতে।

তৈরি হওয়ার পর, এটিই হবে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন। রেস্তোরাঁ, দোকান, অফিস, বাগান, অ্যাপার্টমেন্ট এবং এমনকি ঈশ্বর উপাসনা জায়গাও থাকবে শত শত তলার এই ভবনটিতে।

3 / 7
সেই সঙ্গে এই ভবন থেকে দেখা যাবে পৃথিবীর অভূতপূর্ব দৃশ্য। কারণ এটি প্রতিদিনের উত্তর এবং দক্ষিণ গোলার্ধের মধ্যে প্রদক্ষিণ করবে।

সেই সঙ্গে এই ভবন থেকে দেখা যাবে পৃথিবীর অভূতপূর্ব দৃশ্য। কারণ এটি প্রতিদিনের উত্তর এবং দক্ষিণ গোলার্ধের মধ্যে প্রদক্ষিণ করবে।

4 / 7
এই অত্যাশ্চর্য ভবনটির ধারণাগত ছবিগুলিতে দেখা যাচ্ছে বিশাল সাদা ভবনটি মেঘেরও উপরে অবস্থান করছে। ভবনটি হাজার হাজার মিটার উঁচুতে বাতাসে ভাসছে। পরিকল্পনা অনুযায়ী ভবনটি মাটি থেকে ৩,৪০০ মিটার উঁচুতে ঝুলে থাকবে। শুধুমাত্র ড্রোন মাধ্যমে যাওয়া যাবে ভবনটিতে।

এই অত্যাশ্চর্য ভবনটির ধারণাগত ছবিগুলিতে দেখা যাচ্ছে বিশাল সাদা ভবনটি মেঘেরও উপরে অবস্থান করছে। ভবনটি হাজার হাজার মিটার উঁচুতে বাতাসে ভাসছে। পরিকল্পনা অনুযায়ী ভবনটি মাটি থেকে ৩,৪০০ মিটার উঁচুতে ঝুলে থাকবে। শুধুমাত্র ড্রোন মাধ্যমে যাওয়া যাবে ভবনটিতে।

5 / 7
এই দুঃসাহসী পরিকল্পনা করেছে আর্কিটেকচার ফার্ম 'ক্লাউডস এও'। তারা এই ভবনটি দুবাই শহরের আকাশে তৈরির প্রস্তাব দিয়েছে।

এই দুঃসাহসী পরিকল্পনা করেছে আর্কিটেকচার ফার্ম 'ক্লাউডস এও'। তারা এই ভবনটি দুবাই শহরের আকাশে তৈরির প্রস্তাব দিয়েছে।

6 / 7
তাদের পরিকল্পনা হল একটি গ্রহাণুকে পৃথিবীর কক্ষপথে পাঠিয়ে, তা থেকে একটি উচ্চ-শক্তির তার ঝুলিয়ে, সেই তারের উপর ভবনটি নির্মাণ করা। ক্লাউডস এও-র পক্ষ থেকে বলা হয়েছে, "গ্রহাণুগুলিকে ম্যানিপুলেট করা আর কল্পবিজ্ঞানের কাহিনী নয়।"

তাদের পরিকল্পনা হল একটি গ্রহাণুকে পৃথিবীর কক্ষপথে পাঠিয়ে, তা থেকে একটি উচ্চ-শক্তির তার ঝুলিয়ে, সেই তারের উপর ভবনটি নির্মাণ করা। ক্লাউডস এও-র পক্ষ থেকে বলা হয়েছে, "গ্রহাণুগুলিকে ম্যানিপুলেট করা আর কল্পবিজ্ঞানের কাহিনী নয়।"

7 / 7
Follow Us: