Road accident: ভারতীয়, চিনা পর্যটকদের নিয়ে নিউইয়র্কে উল্টে গেল বাস, মৃত কমপক্ষে ৫
Road accident: বাসটিতে ৫৪ জন যাত্রী ছিলেন। কানাডা সীমান্তে নায়াগ্রা জলপ্রপাত দেখতে গিয়েছিলেন তাঁরা। সেখান থেকে ফেরার পথে শুক্রবার সন্ধেয় দুর্ঘটনাটি ঘটে। পেমব্রুকের কাছে বাসটি উল্টে যায়। নিউইয়র্ক পুলিশ কমান্ডার মেজর আন্দ্রে রে জানিয়েছেন, চালক বাসের নিয়ন্ত্রণ হারানোতেই দুর্ঘটনাটি ঘটেছে। বাসে কোনওরকম যান্ত্রিক ত্রুটি ছিল না।

নিউইয়র্ক: নায়াগ্রা জলপ্রপাত দেখে ফেরার পথে নিউইয়র্ক স্টেট হাইওয়েতে বাস উল্টে কমপক্ষে ৫ জনের মৃত্যু হয়েছে। বাসটিতে ভারতীয় নাগরিকদের পাশাপাশি চিন ও ফিলিপিন্সের বাসিন্দারাও ছিলেন। চালক নিয়ন্ত্রণ হারানোয় দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। বেশ কয়েকজন আহত হলেও তাঁরা বিপন্মুক্ত বলে পুলিশ জানিয়েছে।
বাসটিতে ৫৪ জন যাত্রী ছিলেন। কানাডা সীমান্তে নায়াগ্রা জলপ্রপাত দেখতে গিয়েছিলেন তাঁরা। সেখান থেকে ফেরার পথে শুক্রবার সন্ধেয় দুর্ঘটনাটি ঘটে। পেমব্রুকের কাছে বাসটি উল্টে যায়। নিউইয়র্ক পুলিশ কমান্ডার মেজর আন্দ্রে রে জানিয়েছেন, চালক বাসের নিয়ন্ত্রণ হারানোতেই দুর্ঘটনাটি ঘটেছে। বাসে কোনওরকম যান্ত্রিক ত্রুটি ছিল না। চালকও মদ্যপ অবস্থায় ছিলেন না বলে তিনি জানিয়েছেন। দুর্ঘটনার পর উদ্ধারকাজে ৮টি হেলিকপ্টার নামানো হয়। আহতদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। নিহতদের মধ্যে কোনও নাবালক-নাবালিকা নেই বলে জানিয়েছে পুলিশ। নিহতদের মধ্যে কতজন ভারতীয়, তা এখনও জানা যায়নি।
দুর্ঘটনার কারণ নিয়ে নিশ্চিত হওয়ার পর বাসের চালকের সঙ্গে কথা বলছে পুলিশ। এক পুলিশকর্তা জানান, “বাসের চালক জীবিত এবং ভাল রয়েছেন। আমরা তাঁর সঙ্গে কথা বলছি। আমাদের বিশ্বাস, কীভাবে দুর্ঘটনা ঘটল, সেই সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা রয়েছে। আমরা তবুও নিশ্চিত হতে চাইছি।”
স্থানীয় গভর্নর কথি হোচুল বলেন, তাঁর টিম পুলিশ ও স্থানীয় প্রশাসনের সঙ্গে নিরন্তর যোগাযোগ রাখছে। নিউইয়র্কের বর্ষীয়ান সেনেটর চাক শুমার এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন। মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন। দ্রুত উদ্ধারকাজে নামার জন্য উদ্ধারকারী টিমের প্রশংসা করেন তিনি।

