Australia: দীর্ঘ ন’মাস দোকানে ভিড়, প্রাণ ফিরে পেল অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Oct 30, 2021 | 10:59 AM

Australia, Melbourne, করোনা কাটিয়ে এক নতুন সকাল দেখল মেলবোর্ন

Australia: দীর্ঘ নমাস দোকানে ভিড়, প্রাণ ফিরে পেল অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর
ছবি: টুইটার

Follow Us

মেলবোর্ন: করোনার ভাইরাসের (Corona Virus) আগমনের পর থেকেই সমগ্র বিশ্ব নতুন করে বাঁচতে শিখেছে। মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সামাজিক ও শারীরিক দূরত্ব (Social & Physical distance) আমাদের রোজকার জীবনের অঙ্গ হয়ে উঠেছিল। করোনা টিকার আসার পর থেকেই সংক্রমণের হার কিছুটা কমলেও, মাঝে মাঝেই চোখ রাঙাচ্ছে কোভিড ১৯ ভাইরাস। পৃথিবীতে খুব কম দেশই রয়েছে যেখানে থাবা বসায়নি করোনা। শনিবার, করোনা আবহে এক নতুন সকাল দেখল অস্ট্রেলিয়ার (Australia) দ্বিতীয় বৃহত্তম শহর মেলবোর্ন (Melbourne)। খুলেছে দোকান বাজার। রাস্তা ঘাটে চোখে পড়েছে ভিড়।

করোনা অতিমারির শুরুর পর থেকে দীর্ঘ নমাস ধরে লকডাউন (lockdown) দেখেছে মেলবোর্ন। সরকারের তরফে শনিবার বিধিনিষেধ শিথিল হওয়ার পর বাইরে বেরিয়েছেন অনেক মানুষ। গত সপ্তাহেই ৫০ লক্ষ জনসংখ্যার এই শহর লকডাউন কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছিল। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া (Victoria) রাজ্যের রাজধানী মেলবোর্নে ১৬ বছর বা তার বেশি বয়সীদের টিকাকরণের (Covid Vaccination) হার ৮০ শতাংশ অতিক্রম করার পরেই নিয়মে শিথিলতার কথা ঘোষণা করে সরকার।

ঠান্ডার মধ্যেও শপিং মল, বুটিকের বাইর সাধারণ মানুষের ভিড় ছিল চোখে লাগার মত। জানা গিয়েছে, এই লকডাউন পরিস্থিতির পর ভিক্টোরিয়ার ডার্বি ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে। করোনা প্রাদুর্ভাবের সময় থেকেই এটা অন্যতম বড় অনুষ্ঠান। সেখানে প্রায় ৫ হাজার ৫০০ জনের উপস্থিত থাকার কথা রয়েছে। এর পাশপাশি সিডনির একটি সঙ্গীত অনুষ্ঠানে ৪ হাজার জন্য টিকা প্রাপ্ত নাগরিক অংশগ্রহণ করবেন বলেও জানা গিয়েছে। ভিক্টোরিয়াতে দৈনিক ১ হাজার ৩৫৫ জনের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। এই পরিসংখ্যান প্রায় এক মাসের মধ্যে সর্বনিম্ন। এছাড়াও ভিক্টোরিয়াতে ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। স্বাস্থ্য দফতরের আধিকারিকদের মতে, মূলত টিকাবিহীনদের মধ্যে গুরুতর সংক্রমণ প্রভাব লক্ষ্য করা গিয়েছে।

আরও পড়ুন Pfizer Shot For Children: শিশুদের জন্য জরুরিভিত্তিতে ফাইজ়ার ভ্যাকসিনকে অনুমোদন আমেরিকার

আরও পড়ুন Afghansitan Issue: সন্ত্রাসবাদকে রোখার লক্ষ্যে তালিবানিদের যৌথ বার্তা ভারত-আমেরিকার

Next Article