Afghansitan Issue: সন্ত্রাসবাদকে রোখার লক্ষ্যে তালিবানিদের যৌথ বার্তা ভারত-আমেরিকার
India, USA, Taliban, উল্লেখ্য, আমেরিকাতে ৯/১১ হামলার ঘটনা হওয়ার পর আল কায়দা নেতা ওসামা বিন লাদেনকে (Osama bin Laden) খুঁজতে আফগানিস্তানে ঘাঁটি গেড়ে বসে আমেরিকা। ২০০১ সালে, এই সময়ই আগের তালিবান শাসনের অবসান হয়।
ওয়াশিংটন: আফগানিস্তানের (Afghanistan) শাসনভার এখন তালিবানের (Taliban) হাতে। ক্ষমতায় আসার পর থেকেই আফগানিস্তানের নয়া শাসকদের বিরুদ্ধে নানা অভিযোগ ছিল। তালিবান রাজে আফগান ভূমি জঙ্গি কার্যকলাপে ব্যবহার করা হতে পারে এমন অভিযোগে সরব হয়েছিল বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলির একাংশ। বৃহস্পতিবার, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র (America) আরও একবার তালিবানকে আহ্বান জানিয়েছে, কোনওভাবেই যেন জঙ্গি কার্যকলাপ বা অন্য কোনও দেশে হামলার ষড়যন্ত্র করতে আফগানিস্তানের মাটিকে ব্যবহার না করা হয়।
সন্ত্রাসবাদ মোকাবিলা (counter terrorism) নিয়ে ভারত (India) আমেরিকার অষ্টম বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে তালিবান শাসকদের প্রতি এই আবেদন করা হয়েছে। এই বিবৃতি উভয়পক্ষই সীমান্ত পেরিয়ে সন্ত্রাসী হামলা বিষয়টির ওপর জোর দিয়েছে। নব গঠিত তালিবান সরকার এখনও আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি। ভারত, আমেরিকার মত বিশ্বের বেশ কিছু শক্তিধর দেশের আপত্তিতেই এই স্বীকৃতি এখনও আটকে রয়েছে। এদিনের বিবৃতিতে বুঝিয়ে দেওয়া হয়েছে, আফগান ভূমে সন্ত্রাসী কার্যকলাপ প্রশ্রয় পেলে আদতে সেটা তালিবান সরকারের স্বীকৃতি পাওয়ার বিরুদ্ধে যাবে। বিশেষজ্ঞরা মনে করছেন সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদী হানার কথা উল্লেখ করে ঘুরিয়ে পাকিস্তানকেও (Pakistan) বার্তা দেওয়া হয়েছে। কারণ পাকিস্তানের বিরুদ্ধে বারবার সন্ত্রাসবাদী কার্যকলাপকে মদত দেওয়ার অভিযোগ উঠেছে।
ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র পরিষ্কার করে ২০০৮ সালে মুম্বই সন্ত্রাস (Mumbai Attack) হামলার কথা মনে করিয়ে দিতে চেয়েছে। এই ভয়ঙ্কর জঙ্গি হানায় লস্কর ই তৈবার জঙ্গিরা পাকিস্তান থেকে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে এবং এই জঙ্গি হানায় পাকিস্তান থেকে তারা যাবতীয় নির্দেশ পেয়েছিল বলেই জানা গিয়েছিল। সেই জঙ্গি হানার যথাযথ বিচার এখনও হয়নি বলেই মনে করছে দুই দেশ। এই হামলার মূল মাথা হাফিজ সইদ ২০২০ সালের নভেম্বরে দোষী সাব্যস্ত হওয়ার পরেও পাকিস্তানের জেলে বহাল তবিয়তে রয়েছেন বলেই খবর। জাকিউর রহমান লকভি, যিনি এই গোটা হামলা পরিচালনা করেছিলেন তাঁর বিরুদ্ধেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।
মঙ্গলবার ও বুধবার, ওয়াশিংটনে (Washington) সন্ত্রাসবাদ মোকাবিলা নিয়ে দুই দেশের মধ্যে বৈঠক হয়েছে। ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে সন্ত্রাস দমনের যুগ্ম সচিব মহাবীর সিংভি এবং সন্ত্রাস দমনের জন্য মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ভারপ্রাপ্ত সমন্বয়কারী জন টি গডফ্রে এদিনের বৈঠকে নেতৃত্ব দিয়েছেন।
উল্লেখ্য, আমেরিকাতে ৯/১১ হামলার ঘটনা হওয়ার পর আল কায়দা নেতা ওসামা বিন লাদেনকে (Osama bin Laden) খুঁজতে আফগানিস্তানে ঘাঁটি গেড়ে বসে আমেরিকা। ২০০১ সালে, এই সময়ই আগের তালিবান শাসনের অবসান হয়। তাই সন্ত্রাসবাদ প্রসঙ্গে ওয়াশিংটনের কঠোর মনোভাব অস্বাভাবিক নয়। অন্যদিকে, জানা গিয়েছিল তালিবানের মাথার ওপর পাকিস্তানের হাত রয়েছে, তাই আফগান মাটিকে ব্যবহার করে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে পাকিস্তান। তাই আগেভাগেই তালিবানের ওপর চাপ তৈরির কৌশল নিয়েছে দুই দেশ।