রিও ডে জেনেরিও : এক সদ্যোজাতের রয়েছে দুটি লিঙ্গ। ব্রাজিলের এই ঘটনায় চিকিৎসক মহল স্তম্ভিত। এই বিরল ঘটনা দেশ জুড়ে চিকিৎসকদের চমকে দিয়েছে। চিকিৎসা বিজ্ঞানে দুটি লিঙ্গ নিয়ে জন্মানো কোনও স্বাভাবিক ঘটনা নয়। ব্রাজিলের এই ঘটনা সামনে আসতেই সাড়া পড়ে গিয়েছে। এই শারীরিক অবস্থা থেকে মুক্তি পেতে অস্ত্রোপচারের মধ্য দিয়েও যেতে হয়েছে এই একরত্তিকে। অস্ত্রোপচারের মাধ্যমে সেই শিশুর দুটি লিঙ্গের মধ্যে একটি লিঙ্গ বাদ দিয়ে দেওয়া হয়েছে। চিকিৎসকদের মতে, এই ছেলেটি বিরল শিশুদের মধ্যে একজন। তার এই অস্ত্রোপচার করে পুরুষাঙ্গ বাদ দেওয়ার ঘটনা একটি মেডিক্যাল জার্নালে বর্ণিত আছে।
চিকিৎসা বিজ্ঞানের ভাষায় শিশুটির এই শারীরিক অবস্থাকে বলা হয় ডিফালিয়া। এই অবস্থা সাধারণত এক মিলিয়ন শিশুর মধ্যে একজনের মধ্যে দেখা যায়। চিকিৎসা শাস্ত্রের ইতিহাসে কেবলমাত্র ১০০ জনের হয়ত এই অবস্থা দেখা গিয়েছে। ১৬০৯ সালে প্রথম এরকম দুই পুরুষাঙ্গ বিশিষ্ট মানুষের অস্তিত্ব পাওয়া গিয়েছিল। শিশুটির এই শারীরিক অবস্থার বিস্তারিত রিপোর্ট পেডিয়াট্রিক ইউরোলজির জার্নালে প্রকাশিত হয়। সেখানেই বলা হয়েছে শিশুটির পাশাপাশি দুটি লিঙ্গ রয়েছে। দ্বিতীয় লিঙ্গটি অস্ত্রোপচার করে বাদ দেওয়া হয়েছে। শিশুটির যখন দুই বছর বয়স তখন তার শরীরে এই অস্ত্রোপচার করা হয়। তবে এই মেডিক্যাল জার্নাল থেকে এই বিষয়টি স্পষ্ট নয় যে কেন এই অস্ত্রোপচারটি করতে এত দেরি করা হল।
উল্লেখ্য, শিশুটির দুটি লিঙ্গই প্রায় একরকম দেখতে। প্রথমে চিকিৎসকরা ছোটো লিঙ্গটিই অস্ত্রোপচারের মাধ্যমে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু পরে সেই সিদ্ধান্ত বাতিল করতে হয়। কারণ শিশুর মা জানিয়েছিলেন, শিশুটি কেবলমাত্র ছোটো লিঙ্গটি দিয়েই মূত্র বিসর্জন করতে পারে। তাই বড় লিঙ্গটিই বাদ দেওয়া হয়। রিপোর্টে বলা হয়েছে, আকার নয়, কার্যকারিতার ভিত্তিতেই অস্ত্রোপচার করা হয়।
আরও পড়ুন : Bangladesh News : বাংলার বেকার যুবক! চাকরি নেই, ঘরে দুই বউ
আরও পড়ুন : Nigerian Oil Blast : বেআইনি তেল পরিশোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ৮০ জনের দগ্ধ দেহ উদ্ধার
আরও পড়ুন : Russia Attacking Mariupol: ২ দিন আগেই ‘স্বাধীনতা’র ঘোষণা, সেই মারিউপোলেই ফের হামলা শুরু করল রাশিয়া!