Bangladesh News : দুই প্রেমিকাকে বিয়ে করে ‘বেকার’ রনির এখন একটাই সমস্যা…
Bangladesh News : ঘরে রয়েছে এক বউ। তারপরেও প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। বর্তমানে দুই বউ নিয়ে সংসার করছেন। কিন্তু হাতে চাকরি নেই। তাই চাকির চেয়ে সহযোগিতার অনুরোধ ২৫ বছরের যুবকের।
ঢাকা : মন্দার বাজারে এক জনের পেট চালাতে হিমশিম খেয়ে যাচ্ছে জনগণ। সেই পরিস্থিতিতে একসঙ্গে দু’জনকে বিয়ে করলেন বাংলাদেশের এক যুবক। এর পরেই দেশজুড়ে আলোচনার হট টপিকে পরিণত হয়েছেন বছর ২৫ এর রোহিনীচন্দ্র বর্মন রনি। দুই প্রেমিকাকে বিয়ে করে আনলেও সংসার কীভাবে চালাবেন তা জানেন না। সব মিলিয়ে ছয়জনের পেট। সেই সব পাতে অন্ন জোগাতে সাহায্য় প্রার্থনা করেছেন তিনি। সবার কাছে একটি চাকরি পাইয়ে দেওয়ার অনুরোধ করেছেন।
বাংলাদেশের রোহিনী জেলার আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের লক্ষ্মীদার এলাকার বাসিন্দা। তিনি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মেকানিক্যালে ডিপ্লোমা করেছেন রনি। কিন্তু এখনও পর্যন্ত কোনও চাকরি নেই। ঘরে এক বউ থাকতেও কর্মসংস্থান না করেই করলেন আরেকটি বিয়ে। তিনি বাংলাদেশের গণমাধ্যমকে জানিয়েছেন যে, তারা দু’জনই আমাকে ভালোবাসে। তাই দু’জনকেই তিনি বিয়ে করে নিয়েছেন বলে জানান। পরিবারের লোকেরাও দুই বউমাকে মেনে নিয়েছেন বলে জানিয়েছেন তিনি। তবে চাকরি না থাকাই বড় সমস্যা হয়ে উঠেছে বর্তমানে।
বলরামপুরের ইউনিয়নের গাঠিয়াপাড়া এলাকার বাসিন্দা ইতি রানীর সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল রনির। প্রেমের সম্পর্ক গভীর হতেই কয়েক মাস পর গোপনে বিয়ে করেন রনি। দুই পরিবারের কেউই এই বিয়ের বিষয়ে জানত না। এদিকে বনি নতুন করে একটি প্রেমের সম্পর্কে জড়ায় লক্ষ্মীদ্বার এলাকার মেয়ে মমতারানীর সঙ্গে। এরপর মমতারানীর সঙ্গে দেখা করতে গিয়ে তার পরিবারের লোকের কাছে আটক হন রনি। প্রেমিকার বাড়ির লোকজন তাদের বিয়ে দিয়ে দেন। পরে দুই বউমাকেই ঘরে তোলে রনির পরিবার। দুই বউমাকে পেয়ে খুশি রোহিনীর পরিবার। সমস্যা শুধু একটাই। ছেলের কোনও চাকরি নেই। তাই সকলের কাছে রোহিনীর জন্য চাকরির আবেদন করেছেন রনির বাবা।
আরও পড়ুন : Nigerian Oil Blast : বেআইনি তেল পরিশোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ৮০ জনের দগ্ধ দেহ উদ্ধার