Nigerian Oil Blast : বেআইনি তেল পরিশোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ৮০ জনের দগ্ধ দেহ উদ্ধার
Nigerian Oil Blast : দক্ষিণ নাইজেরিয়ার বেআইনি তেল পরিশোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ। মৃত কমপক্ষে ৮০ জন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা।
আবুজা : দক্ষিণ নাইজেরিয়ায় ভয়াবহ বিস্ফোরণ। এই ঘটনায় মৃত অন্ততপক্ষে ৮০ জন। রবিবার জরুরি পরিষেবা মৃতের সংখ্যা নিশ্চিত করেছে। শুক্রবার রাতের দিকে নাইজেরিয়ার দক্ষিণে অবস্থিত রিভার্স ও ইমো প্রদেশের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত এক বেআইনি তেল শোধনাগারে বিস্ফোরণটি হয়েছে বলে জানা গিয়েছে। ন্যাশনাল এমারজেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (NEMA)-র এক আধিকারিক সংবাদ সংস্থা এএফপি-কে বলেছেন,”আমরা ঘটনাস্থল থেকে কমপক্ষে ৮০ টি মৃতদেহ উদ্ধার করেছি। সবকটি দেহই বাজেভাবে পুড়ে গিয়েছে।” তাঁরা আরও জানিয়েছেন যে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
গত শুক্রবার দক্ষিণ নাইজেরিয়ার একটি বেআইনি তেল পরিশোধনাগারে বিস্ফোরণ হয়। সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল থেকে প্রায় ৮০ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জরুরি পরিষেবা আধিকারিক সূত্রে জানা গিয়েছে। এদিকে মৃতের সংখ্য়া বাড়তে পারে বলেও আশঙ্কা। ন্যাশনাল এমারজেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (NEMA)-র এক আধিকারিক বলেছেন, “কাছাকাছি বন জঙ্গলে অনেক মৃতদেহ পড়ে রয়েছে বলে জানতে পেরেছি আমরা।” তাঁর আরও সংযোজন, বেশ কিছু পোড়া যানবাহন ও জেরি ক্যান চুরি করা অপরিশোধিত ও পেট্রোলিয়াম পণ্য তুলতে ব্যবহার করা হয়েছে।
স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, এই বিস্ফোরণে ১০০ এর বেশি মানুষ মারা গিয়েছেন। উল্লেখ্য, বেআইনিভাবে অপরিশোধিত তেলের পরিশোধন খুব সচরাচর ঘটে এই দক্ষিণের তেলের অঞ্চলে। সেখানে চোরেরা পাইপলাইন ভাঙচুর করে অপরিশোধিত তেল সংগ্রহ করে তা কালো বাজারে বিক্রি করে দেয়।
আরও পড়ুন : Sri Lanka Crisis: চাল-ডাল কেনার ক্ষমতাও নেই আর, বিশ্ব ব্যাঙ্ক-আইএমএফ কি বাঁচাবে শ্রীলঙ্কাকে?
আরও পড়ুন : Russia Attacking Mariupol: ২ দিন আগেই ‘স্বাধীনতা’র ঘোষণা, সেই মারিউপোলেই ফের হামলা শুরু করল রাশিয়া!