Bangladesh News: ভারতের বিচ্ছিন্নতাবাদী আলফা প্রধান পরেশ বড়ুয়ার ফাঁসির সাজা মুকুব বাংলাদেশ আদালতের

Avra Chattopadhyay |

Dec 18, 2024 | 5:07 PM

Bangladesh News: ভারতবিরোধী সংগঠনের আলফা প্রধান পরেশ বড়ুয়ার মৃত্যুদণ্ড মকুব করল বাংলাদেশের আদালত। অচলাবস্থার মাঝে বিরাট রায় সেদেশের হাইকোর্টের, মত বিশেষজ্ঞদের। চট্টগ্রাম অস্ত্র পাচার মামলায় আসামীদের আপিলের ভিত্তিতে শুনানি শেষে এই রায় দিয়েছে বিচারপতি মোস্তাফা জামান ইসলাম ও নাসরিন আক্তারের বেঞ্চ।

Bangladesh News: ভারতের বিচ্ছিন্নতাবাদী আলফা প্রধান পরেশ বড়ুয়ার ফাঁসির সাজা মুকুব বাংলাদেশ আদালতের
সাজা কমল পরেশ বড়ুয়ার
Image Credit source: Tv9 Bangla

Follow Us

ঢাকা: ভারতবিরোধী সংগঠনের আলফা প্রধান পরেশ বড়ুয়ার মৃত্যুদণ্ড মকুব করল বাংলাদেশের আদালত। চট্টগ্রাম অস্ত্র পাচার মামলায় সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ বাংলাদেশের হাইকোর্টের। তবে শুধু তা-ই নয়, এক প্রাক্তন মন্ত্রী-সহ আরও ৬ জনকে বেকসুর খালাস করল আদালত।

বাংলাদেশের অচলাবস্থার মাঝে বিরাট রায় সেদেশের হাইকোর্টের, মত বিশেষজ্ঞদের। চট্টগ্রাম অস্ত্র পাচার মামলায় আসামীদের আপিলের ভিত্তিতে শুনানি শেষে এই রায় দিয়েছে বিচারপতি মোস্তাফা জামান ইসলাম ও নাসরিন আক্তারের বেঞ্চ।

উল্লেখ্য, ২০০৪ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে মাঝরাতে চট্টগ্রামের কর্ণফুলী নদীর ধারের জেটিঘাট থেকে অস্ত্র বোঝাই ১০টি ট্রাক উদ্ধার করে বাংলাদেশ পুলিশ। পরবর্তীকালে তদন্তে জানা যায়, চিনের তৈরি সেই অস্ত্রগুলি মূলত ভারতবিরোধী কার্যকলাপ চালানোর জন্য পাচার করা হচ্ছিল।

এই খবরটিও পড়ুন

এই ঘটনায় নাম জড়িয়েছিল ভারতবিরোধী সংগঠনের আলফা প্রধান পরেশ বড়ুয়া, বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর-সহ মোট ৫০ জনের। ইতিমধ্যে সেই মামলার রায় দিতে গিয়েই সাজা কমল পরেশ বড়ুয়ার। বেকসুর খালাস হলেন সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এই মাসের শুরুতেই আরও একটি মামলায় মৃত্যুদণ্ড থেকে প্রাণ বাঁচিয়ে বেকসুর খালাস হয়েছিলেন তিনি।

উল্লেখ্য, বাংলাদেশের অচলাবস্থার মাঝেই এই রায় চিন্তা বাড়াল ভারতের। এ দেশের উত্তর-পূর্বের মধ্যে দিয়েই নিজেদের সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়ে থাকে পরেশ বড়ুয়া। এই পরিস্থিতিতে ভারতে জঙ্গি হামলার আশঙ্কা নতুন করে বৃদ্ধি পেল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এই প্রসঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী আবার জানান, ‘এই রায়ের মাধ্যমে এটা কার্যত স্পষ্ট যে বর্তমানে যারা ভারতবিরোধী, বাংলাদেশের কাছে তারাই শ্রদ্ধার পাত্র’।

Next Article