Bangladesh Crime: উঠোন ঝাড় দেওয়ার সময় উড়ছিল ধুলো! কাকা-ভাইপো বচসার পরিণতি দেখে হতবাক সকলে

Bangladesh News: পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছিল যে এক সময় বাঁশ দিয়ে কাকাকে এলোপাথারি পেটাতে থাকে নূর। বাঁশের আঘাতে গুরুতর আহত হন ৬৫ বছর বয়সী বৃদ্ধ তোরাব।

Bangladesh Crime: উঠোন ঝাড় দেওয়ার সময় উড়ছিল ধুলো! কাকা-ভাইপো বচসার পরিণতি দেখে হতবাক সকলে
ছবি- প্রতীকী চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Mar 30, 2022 | 8:58 PM

ঢাকা: যতদিন যাচ্ছে মানুষের ধৈর্য শক্তি ততটাই কমে যাচ্ছে। মাঝেমধ্যেই পরিস্থিতি এমন হয়, যেখানেক ক্ষুদ্র স্বার্থের জন্য মানুষ অনেকটাই নিচে নেমে যায়। এমন কাণ্ড ঘটিয়ে বসে, যেটা দেখে সামাজিক অবক্ষয়ের চিত্রটা পরিষ্কার হয়ে যায়। এর মধ্যেই বাংলাদেশের হবিগঞ্জের এক অদ্ভূত ঘটনার কথা সামনে এসেছে। বাড়ির উঠোন ঝাড় দেওয়ার দেওয়ার সময় ধুলো ওড়া নিয়ে কাকা-ভাইপো বচসার জেরে এক মর্মান্তিক ঘটনা ঘটছে। বুধবার সকালে হবিগঞ্জের বগলাখাল গ্রামে কাকা তোরাব আলিকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা করেছে ভাইপো নূর আলি।

প্রত্যক্ষদর্শীদের বয়ান থেকে পুলিশ জানতে পেরেছে, রিচি ইউনিয়নের বগলাখাল গ্রামের তোরাব আলি আজ সকালেই বাড়ির উঠোন ঝাড় দিচ্ছিলেন। উঠোনে গাছের অনেক শুকনো পাতা জমে ছিল। উঠোন ঝাড় দেওয়ার সময়েই ধুলো ও শুকনো গাছের পাতা তোরাবের ভাইপো তথা প্রতিবেশি নূর আলির দরজার কাছে গিয়ে পড়ে। নূরের স্ত্রী নজিরা বেগম এই ঘটনায় ক্ষুব্ধ হন। সেই নিয়ে তোরাবের সঙ্গে নাজিমার কথা কাটাকাটি ও হয়। স্বামী নূর বাড়ি ফিরতেই তাঁর কাছে বিষয়টি জানান নাজিমা। নূর ক্ষুব্ধ হয়ে নিজের কাকার সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছিল যে এক সময় বাঁশ দিয়ে কাকাকে এলোপাথারি পেটাতে থাকে নূর। বাঁশের আঘাতে গুরুতর আহত হন ৬৫ বছর বয়সী বৃদ্ধ তোরাব। সেখান থেকে তাঁকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত আধিকারি মাসুক আলি প্রথম আলোকে জানিয়েছেন, ধুলো নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল এবং তাঁর ফলেই এই হত্যাকাণ্ড। নিহত তোরাবের দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

আরও পড়ুন Sri Lanka Power Cut: রোজ ১০ ঘণ্টার লোডশেডিং! উর্ধ্বমুখী জ্বালানির দামের কারণে ঘোষণা সরকারের

আরও পড়ুন TV9 Explained: পাকিস্তানে জটিল রাজনৈতিক অঙ্ক! কেন এই পরিস্থিতি হল ইমরান খানের?