Bangladesh Name Change: নাম পাল্টাচ্ছে বাংলাদেশের? এই দুটি নতুন নাম নিয়ে কাজিয়ায় ইসলামি নেতারা
Bangladesh Unrest: এবার নতুন বাংলাদেশের নাম বদল করতেই উদ্যত সে দেশের বিভিন্ন সংগঠনের নেতারা। কিন্তু তাতেও মতের মিল নেই। এক একজন একেক নাম প্রস্তাব করছেন!
হাসিনা সরকারের পতনের পর মহম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে। এই পালাবদলকে বাংলাদেশিরা অনেকে “দ্বিতীয় স্বাধীনতা লাভ” বলেও উল্লেখ করেছিলেন। এবার নতুন বাংলাদেশের নাম বদল করতেই উদ্যত সে দেশের বিভিন্ন সংগঠনের নেতারা। কিন্তু তাতেও মতের মিল নেই। এক একজন একেক নাম প্রস্তাব করছেন!
ইসলামি আন্দোলন বাংলাদেশের সদস্য আশরাফ আলি আকন্দ বলেন, “বাংলাদেশের নাম হবে বাংলাদেশ কল্যাণ রাষ্ট্র”। এর সাপেক্ষে তাঁর, বাংলাদেশের নামে কল্যাণ থাকলে, কোনও ব্যক্তি নামটা দেখে আর অকল্যাণ করার চিন্তা করতে পারবে না।
অন্যদিকে, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, “এই রাষ্ট্রের নাম হবে গণতান্ত্রিক বাংলাদেশ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নয়। সংবিধান থেকে প্রজাতন্ত্র শব্দটি বাদ দিতে হবে।”
অর্থাৎ দুই নেতা চাইছেন বাংলাদেশের দুই নাম দিতে। ভারত দখলের চিন্তা পরে, আগে দেশের নাম বদল নিয়ে একমত হোক নেতারা। বাংলাদেশিরাও অবাক এই ধরনের মতামত নিয়ে।