AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Elon Musk: ইলনের ঘাঁটিতে বিরাট বিস্ফোরণ! হঠাৎ কোন বিপদে পড়লেন মার্কিন ধনকুবের?

Elon Musk SpaceX Base: প্রত্যক্ষদর্শীদের দাবি, স্পেসএক্স-এর ৩৬ নম্বর যানটি তখন পরীক্ষানিরিক্ষা চলছিল। রকেটটি উৎক্ষেপণ হচ্ছে কিনা তা একবার যাচাই করার জন্যই পরীক্ষা চালাচ্ছিল স্পেসএক্স-এর গবেষক। তখনই ভয়াবহ বিস্ফোরণ। দাউদাউ করে জ্বলে ওঠে রকেটটি।

Elon Musk: ইলনের ঘাঁটিতে বিরাট বিস্ফোরণ! হঠাৎ কোন বিপদে পড়লেন মার্কিন ধনকুবের?
ঘটনাস্থলের ছবিImage Credit: X
| Updated on: Jun 19, 2025 | 2:43 PM
Share

ওয়াশিংটন: ইলনের ঘাঁটি বিরাট বিস্ফোরণ। হঠাৎ কী হল সেখানে? আমেরকার আকাশে কি জড়ো হয়েছে ভয়ের মেঘ? স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঠিক তেমনটা নয়। তবে বিস্ফোরণের জেরে তৈরি হওয়া অগ্নিকাণ্ড অনেকটাই ভয়াবহ।

বৃহস্পতিবার, আমেরিকার টেক্সাসের ম্যাসি অঞ্চলে ইলন মাস্কের মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্স (SpaceX)-এর পরীক্ষা কেন্দ্রেই ঘটে এই বিস্ফোরণ। যার ফলে আপাতত ভাবে স্থগিত হয়ে যায় একটি স্টারশিপ উৎক্ষেপণ পর্ব।

কিন্তু কীভাবে ঘটে বিস্ফোরণ?

প্রত্যক্ষদর্শীদের দাবি, স্পেসএক্স-এর ৩৬ নম্বর যানটি তখন পরীক্ষানিরিক্ষা চলছিল। রকেটটি উৎক্ষেপণ হচ্ছে কিনা তা একবার যাচাই করার জন্যই পরীক্ষা চালাচ্ছিল স্পেসএক্স-এর গবেষক। তখনই ভয়াবহ বিস্ফোরণ। দাউদাউ করে জ্বলে ওঠে রকেটটি। পরীক্ষাকালীন অবস্থায় এমন বিস্ফোরণ অনেকটাই স্বাভাবিক হওয়ায় রকেটটির আশেপাশে কেউ ছিল না। যার জেরে কেউ আহত হয়নি বলেই জানা গিয়েছে।

তবে বিস্ফোরণের কারণে স্টারশিপের প্রোটোটাইপের অনেকটাই ক্ষতি হয়েছে। এমনকি, ক্ষতি হয়েছে ইলন মাস্কের মহাকাশ ঘাঁটিরও। যার জেরে আপাতত ভাবে কয়েক দিনের জন্য উৎক্ষেপণ বন্ধ হয়েছে এই গবেষণা কেন্দ্রে।

এদিন স্পেসএক্স-এর তরফে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, ‘গোটা অভিযানটি নিরাপদ স্থানে আয়োজন করা হয়েছিল এবং কর্মীরাও নিরাপদ রয়েছেন। যে জায়গায় বিস্ফোরণ হয়েছে সেখানে ইতিমধ্য়ে একটি প্রতিনিধি দল পাঠানো হয়েছে পরীক্ষানিরিক্ষার জন্য।’ চলতি বছরে এই নিয়ে পরীক্ষার সময় তিন বার হোঁচট খেল ইলন মাস্কের। এই বছরের প্রথমার্ধে আরও দু’টি স্টারশিপ যান পরীক্ষাকালীন সময়ে উৎক্ষেপণের মিনিট খানেকের মধ্যে হঠাৎ বিস্ফোরণে ভেঙে পড়ে। একটি আকাশ থেকে পড়েছিল ক্যারিবীয় সাগরে ও অন্যটি পড়েছিল আটলান্টিক সাগরে।