ভারতে ফিরতেই হবে নীরব মোদীকে, প্রত্যর্পণের নির্দেশে স্বাক্ষর ব্রিটিশ স্বরাষ্ট্র সচিবের

এর আগে গত ফেব্রুয়ারি মাসে নীরব মোদীকে ভারতে প্রত্যর্পণের নির্দেশ দিয়েছিল ব্রিটেনের ওয়েস্টমিনিস্টার আদালত। সেই সিদ্ধান্তের পর এদিন প্রত্যর্পণের নির্দেশিকায় স্বাক্ষর করেন ব্রিটেনের স্বরাষ্ট্র সচিব।

ভারতে ফিরতেই হবে নীরব মোদীকে, প্রত্যর্পণের নির্দেশে স্বাক্ষর ব্রিটিশ স্বরাষ্ট্র সচিবের
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Apr 16, 2021 | 11:13 PM

নয়া দিল্লি: পলাতক ধনকুবের নীরব মোদীকে ভারতে প্রত্যর্পণের প্রক্রিয়া আরও একধাপ এগোল। শুক্রবার ব্রিটেনের স্বরাষ্ট্র সচিব নীরব মোদীর প্রত্যর্পণ সংক্রান্ত নির্দেশিকা স্বাক্ষর করে দিয়েছেন। এরপর অবশ্য ফের একবার এই সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার রাস্তা খোলা রয়েছে নীরব মোদীর সামনে। তবে বলাই বাহুল্য, সাড়ে ১৩ হাজার কোটির ঋণখেলাপি মামলায় অভিযুক্ত নীরবের সামনে থাকা একের পর এক বিকল্প ক্রমশ ফুরিয়ে আসছে। আজ নয়তো কাল, তাঁকে যে ভারতে প্রত্যর্পণ করা হবেই সেই ইঙ্গিতও ক্রমশ মিলতে শুরু করেছে।

এর আগে গত ফেব্রুয়ারি মাসে নীরব মোদীকে ভারতে প্রত্যর্পণের নির্দেশ দিয়েছিল ব্রিটেনের ওয়েস্টমিনিস্টার আদালত। সেই সিদ্ধান্তের পর এদিন প্রত্যর্পণের নির্দেশিকায় স্বাক্ষর করেন ব্রিটেনের স্বরাষ্ট্র সচিব। ফলে নীরব মোদীকে ভারতে এনে ভারতীয় আইনে বিচার করা এখন শুধু সময়ের অপেক্ষা বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তাঁকে যদি ফিরিয়ে আনা যায় তবে তা নরেন্দ্র মোদী সরকারের বড় সাফল্য হিসাবে গণ্য হবে। কেননা ঋণখেলাপির মামলায় অভিযুক্ত নীরব মোদী, মেহুল চোকসি বা বিজয় মাল্য, কাউকেই ভারতে ফিরিয়ে আনতে পারেনি বর্তমান কেন্দ্রীয় সরকার। সম্ভাবনার বিচারে বর্তমানে নীরব মোদীকে ফিরিয়ে আনার সম্ভাবনা সবচেয়ে বেশি।

গত দু’বছর ধরে আর্থিক প্রতারণার মামলায় অভিযুক্ত এই হিরে ব্যবসায়ীকে ভারতের ফেরানোর চেষ্টা চলছে। ঋণখেলাপি ছাড়াও তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। প্রমাণ লোপাট, সাক্ষীদের ভয় দেখানোর অভিযোগ রয়েছে নীরবের বিরুদ্ধে। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়ার পরেও তা শোধ না করে ২০১৮ সালে ভারত থেকে পালিয়ে বিদেশে গা ঢাকা দেয় নীরব মোদী। যদিও সেসব করেও কোনও লাভ হয়নি।

আরও পড়ুন: পঞ্চম দফায় বেনজির নিরাপত্তা কমিশনের, ফ্রি-তে উবেরে চেপে ভোট দিতে যাওয়ার সুযোগও থাকছে

নীরব মোদীকে দেশে ফেরানোর জন্য ব্রিটেনের কাছে আবেদন করেছিল সিবিআই। সেই আবেদনে সাড়া দিয়ে ব্রিটেনের আদালতে তাঁর প্রত্যর্পণের মামলা শুরু হয়। প্রায় দুই বছর ধরে আইনি লড়াই চলার পর তাঁকে ভারতে ফিরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেয় ব্রিটেনের আদালত। দেশে ফেরানোর পর নীরব মোদীকে কোন জেলে রাখা হবে তাও ইতিমধ্যে নির্দিষ্ট করা হয়ে গিয়েছে। এ বার অপেক্ষা কেবল তাঁকে দেশে ফিরিয়ে আনার।

আরও পড়ুন: ওএলএক্সে চড়া দামে বিকোচ্ছে রেমডেসিভির, খুল্লামখুল্লা কালোবাজারি করোনাকালে