AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Explained: ভারত-বাংলাদেশ চুক্তি মেনে ঢাকায় ফেরাতেই হবে হাসিনাকে?

Sheikh Hasina Extradition: সোমবার বিকালেই হাসিনার সাজা নিয়ে মুখ খুলেছে ভারতের বিদেশমন্ত্রক। তাঁদের সুর কিন্তু একটু অন্যরকম। খুব কূটনৈতিক। অতল গভীর বললেও ভুল হবে না। বাংলাদেশ 'ঘনিষ্ট প্রতিবেশী' বলে উল্লেখ করে দেশের বিদেশমন্ত্রক জানিয়েছে, 'বাংলাদেশেরজনগণের স্বার্থে— শান্তি, গণতন্ত্র, স্থিতিশীলতার প্রতি ভারত প্রতিশ্রুতিবদ্ধ। এই প্রসঙ্গে সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে ভারত সরকার অবশ্যই আলোচনা করবে।'

Explained: ভারত-বাংলাদেশ চুক্তি মেনে ঢাকায় ফেরাতেই হবে হাসিনাকে?
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাImage Credit: নিজস্ব চিত্র
| Updated on: Nov 20, 2025 | 8:09 PM
Share

ঢাকা: ঘড়িতে তখন ভারতীয় সময় অনুযায়ী প্রায় সোয়া ২টো। বাংলাদেশে ২টো বেজে ৪৭ মিনিট। সেদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে সাজা ঘোষণার পর্ব। এক মিনিটের ব্যবধান। ঘড়িতে ২ টো বেজে ৪৮ মিনিট। হাততালিতে ফেটে পড়ল গোটা আদালত কক্ষ। শেখ হাসিনাকে ফাঁসির সাজা শোনাল ট্রাইব্যুনাল। এদিন বিকালেই ভারতকে আহ্বান জানাল ঢাকা। এই আহ্বান প্রাক্তন প্রধানমন্ত্রীকে আবার ঢাকায় ফেরত পাঠানোর। ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির কথা উল্লেখ করে হাসিনা আবার ঢাকায় ফিরিয়ে দেওয়ার আবেদন জানায় সেদেশের বিদেশমন্ত্রক। তা হলে নয়াদিল্লি কি হাসিনাকে এবার বাংলাদেশ সরকারের হাতেই তুলে দেবে? আইন-কাহন হাসিনা সাজা পেয়েছেন, তাঁর বিরুদ্ধে কী অভিযোগ, কেন এই সাজা, কোন ধারায় সাজা, এই সব প্রশ্ন এখন অতীত। যেটা তরতাজা...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন