AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Boeing Aircraft: এবার মাঝ আকাশে চেন্নাইগামী বোয়িং ড্রিমলাইনারে যান্ত্রিক ত্রুটি

Boeing Aircraft: এদিন নির্ধারিত সময়ের চেয়ে ৩৬ মিনিট পরে ছেড়েছিল ব্রিটিশ এয়ারওয়েজের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার। মাঝ আকাশ থেকে ফের হিথরো বিমানবন্দরে ফিরে আসার আগে আকাশে একাধিক চক্কর কেটেছে।

Boeing Aircraft: এবার মাঝ আকাশে চেন্নাইগামী বোয়িং ড্রিমলাইনারে যান্ত্রিক ত্রুটি
ফাইল ফোটোImage Credit source: PTI
Follow Us:
| Updated on: Jun 15, 2025 | 11:32 PM

হিথরো: আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারের ভয়াবহ দুর্ঘটনার ছবি এখনও তাজা। এবার মাঝ আকাশে ব্রিটিশ এয়ারওয়েজের বোয়িং ড্রিমলাইনারে যান্ত্রিক ত্রুটি। চেন্নাইগামী ব্রিটিশ এয়ারওয়েজ হিথরো বিমানবন্দর থেকে ওড়ার পরই যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। কোনওরকম ঝুঁকি না নিয়ে তড়িঘড়ি হিথরো বিমানবন্দরেই বিমানটিকে অবতরণ করানো হয়।

এক বিবৃতিতে ব্রিটিশ এয়ারওয়েজ জানিয়েছে, টেকনিক্যাল ইস্যুর কথা জানতে পারার পরই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানটিকে হিথরো বিমানবন্দরেই ফিরিয়ে আনা হয়। বিমানটি নিরাপদে অবতরণ করেছে। যাত্রী ও বিমানকর্মীরা প্রত্যেকেই নিরাপদে রয়েছেন। যত দ্রুত সম্ভব যাত্রীরা যাতে তাঁদের যাত্রা শুরু করতে পারেন, তার চেষ্টা করা হচ্ছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

জানা গিয়েছে, এদিন নির্ধারিত সময়ের চেয়ে ৩৬ মিনিট পরে ছেড়েছিল বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার। মাঝ আকাশ থেকে ফের হিথরো বিমানবন্দরে ফিরে আসার আগে আকাশে একাধিক চক্কর কেটেছে। জানা গিয়েছে, হিথরোর বিমানবন্দর থেকে ওড়ার পরই বিমানের ফ্ল্যাপে বড়সড় ত্রুটি ধরা পড়ে। দুর্ঘটনা ঠেকাতে আকাশে জ্বালানি ফেলতে বাধ্য হয় বিমানটি।

এর আগে গত ১২ জুন এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার আহমেদাবাদে ভেঙে পড়েছিল। ওড়ানের কয়েক মুহূর্তের মধ্যেই তা ভেঙে পড়ে। ২৪২ জন ছিলেন ওই বিমানে। একজন যাত্রী প্রাণে বাঁচেন। বাকি সকলের মৃত্যু হয়। ওই দুর্ঘটনার ক্ষত এখনও দগদগে। এই অবস্থায় ব্রিটিশ এয়ারওয়েজের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ার পর এই বিমানগুলির সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।