India-Pakistan Clash: ভারত-পাকিস্তানের যুদ্ধে নিজেদের অস্ত্র পরীক্ষা! শোরগোল ফেলল চিনের কাণ্ড
China Defence System: ভারত-পাকিস্তানের মধ্যে চারদিনের যে সংঘাত বেঁধেছিল অপারেশন সিঁদুরের পর, তা বেজিং নিজের সামরিক অস্ত্রশস্ত্র পরীক্ষার জন্য টেস্টিং গ্রাউন্ড হিসাবে ব্যবহার করেছিল। তাদের নতুন নতুন অস্ত্রশস্ত্র কতটা কার্যকর, তা পরীক্ষা করেছিল ভারত-পাকিস্তানের সংঘাতের সময়।

নয়া দিল্লি: ভারত-পাকিস্তানের সংঘাত আসলে চিনের খেলা? ফের একবার চর্চায় অপারেশন সিঁদুর। মার্কিন কংগ্রেসনাল প্যানেলের এক নতুন রিপোর্টেই দাবি করা হয়েছে, গত মে মাসে ভারত-পাকিস্তানের সংঘাতকে চিন নিজের সামরিক হার্ডওয়্যার পরীক্ষা ও প্রচারের জন্য ব্যবহার করেছিল।
ইউএস-চিন ইকোনমিক অ্যান্ড সিকিউরিটি রিভিউ কমিশনের তরফে জানানো হয়েছে, ভারত-পাকিস্তানের মধ্যে চারদিনের যে সংঘাত বেঁধেছিল অপারেশন সিঁদুরের পর, তা বেজিং নিজের সামরিক অস্ত্রশস্ত্র পরীক্ষার জন্য টেস্টিং গ্রাউন্ড হিসাবে ব্যবহার করেছিল। তাদের নতুন নতুন অস্ত্রশস্ত্র কতটা কার্যকর, তা পরীক্ষা করেছিল ভারত-পাকিস্তানের সংঘাতের সময়। তবে এমনভাবেই সেই পরিকল্পনা করেছিল যে কেউ তাদের ভূমিকা যাতে বুঝতে না পারে।
পাকিস্তানকে অস্ত্রশস্ত্র দিয়েছে চিন, এ কথা সকলের জানা। মার্কিন ওই রিপোর্টে বলা হয়েছে, সংঘাতের সময়ই চিন প্রথমবার তাদের এইচকিউ-৯ এয়ার ডিফেন্স সিস্টেম, পিএল-১৫ এয়ার টু এয়ার মিসাইল, জে-১০ ফাইটার সকলের সামনে এনেছিল। অত্যাধুনিক এই অস্ত্রশস্ত্রগুলি কতটা কার্যকরী, তা বিশ্বের কাছে তুলে ধরেছিল। এমনকী, ভারত-পাকিস্তান সংঘাতের পর চিন নিজেদের অস্ত্রশস্ত্র ও ডিফেন্স সিস্টেম কতটা কার্যকরী, তা নিয়ে কার্যত ঢাক পিটিয়েছে। এমনকী, চিন ভুয়ো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরি করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ভিডিয়ো গেমের ছবি ব্যবহার করেছিল নিজেদের অস্ত্রশস্ত্র কতটা কাজ করেছে, তা প্রমাণ করতে।
প্রসঙ্গত, এই সংঘাতের পরই চিন পাকিস্তানের কাছে ৪০টি জে-৩৫ ফিফথ জেনারেশন ফাইটার জেট, কেজে-৫০০ এয়ারক্রাফ্ট ও ব্যালেস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম বিক্রি করার চেষ্টা করেছিল।
