AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বড়লোক ছেলেদের পটিয়ে বিয়ে করার ফন্দি শেখান মেয়েদের, বছরে ২০০ কোটি আয় এই ‘লাভ গুরু’র

Bizarre: একজন লাভগুরু রয়েছেন, যিনি মহিলাদের শেখান কীভাবে ধনী ব্যক্তিদের বিয়ে করতে হয়। মহিলাদের এই ট্রিকস শিখিয়েই বছরে ১৪২ মিলিয়ন ইয়ান উপার্জন করেন। ভারতীয় মুদ্রায় যার অঙ্ক ১৬৩ কোটি টাকা! 

বড়লোক ছেলেদের পটিয়ে বিয়ে করার ফন্দি শেখান মেয়েদের, বছরে ২০০ কোটি আয় এই 'লাভ গুরু'র
প্রতীকী চিত্রImage Credit: Meta AI
| Updated on: Jul 14, 2024 | 1:42 PM
Share

বেজিং: শুয়ে-বসে আরামে জীবন কাটাতে চান, বিলাসবহুল জীবন চাই। তাহলে তো একজন কোটিপতিকে বিয়ে করতে হবে। আজকের আধুনিক, স্বাবলম্বী হওয়ার যুগেও অনেকেই চান স্বামীর উপরে নির্ভরশীল থাকতে। এটা শুধু ভারতের চিত্র নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তেই এমন চল রয়েছে। তবে ধনী পাত্র খোঁজা তো আর মুখের কথা নয়। আর এখানেই এন্ট্রি নেন ‘লাভ গুরু’রা। তাদের কাজ, ধনী পাত্র খুঁজে দেওয়া। শুধু তাই নয়,  কীভাবে তারা প্রেমে পড়বে, সেই টিপস, ট্রিকসও শেখানো হয়। এই পেশাতেই কোটি কোটি টাকা উপার্জন করছেন লাভ গুরু।

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী, চিনে একজন লাভগুরু রয়েছেন, যিনি মহিলাদের শেখান কীভাবে ধনী ব্যক্তিদের বিয়ে করতে হয়। মহিলাদের এই ট্রিকস শিখিয়েই বছরে ১৪২ মিলিয়ন ইয়ান উপার্জন করেন। ভারতীয় মুদ্রায় যার অঙ্ক ১৬৩ কোটি টাকা!

জানা গিয়েছে, ওই ইনফ্লুয়েন্সারের নাম লি চুয়ানকু ওরফে কিউ কিউ। তবে তিনি পরিচিত লাভ গুরু হিসাবেই। তিনি সম্পর্ক ও আর্থিক পরামর্শ দেন সোশ্যাল মিডিয়ায়। তবে কিউ কিউ-র এই পরামর্শ নিয়ে অনেক বিতর্কও তৈরি হয়েছে, কারণ তাঁর চোখে সম্পর্ক হল অর্থ উপার্জনের একটা মাধ্যম।

লাইভ স্ট্রিমিংয়ে একক কনসালটেশনের জন্য তিনি ১৫৫ ডলার চার্জ নেন, ভারতীয় মুদ্রায় যার অঙ্ক ১২ হাজার ৯৪৫ টাকা। সবথেকে গুরুত্বপূর্ণ টিপসগুলির জন্য ৫১৭ ডলার চার্জ নেন, ভারতীয় মুদ্রায় যার অঙ্ক ৪৩ হাজার ১৭৯ টাকা। প্রাইভেট কনসাল্টিংয়ের জন্য ১৪০০ ডলারেরও বেশি (ভারতীয় মুদ্রায় ১ লক্ষ ১৬ হাজার ৯২৭ টাকা) চার্জ নেন। আপনিও কি এমন লাভ গুরুর পরামর্শ নিতে চান?