Donald Trump-Georgia Meloni: ‘সুন্দরী বললে আপত্তি জানাবেন না তো?’, মেলোনির রূপের প্রশংসায় ট্রাম্প
Donald Trump-Meloni: ট্রাম্প যখন এসব কথা বলছেন, মঞ্চে পিছনে দাঁড়িয়ে তখন মৃদু হাসছেন মেলোনি। তবে ট্রাম্প সেখানেই শেষ করেননি। বলেন, "আপনাকে সুন্দরী বললে আপনি আপত্তি জানাবেন না তো? কারণ আপনি সত্যিই সুন্দরী।" এ কথা শুনে হেসে ওঠেন ইতালির প্রধানমন্ত্রী।

ওয়াশিংটন: মেলোনিতে মুগ্ধ ট্রাম্প। সর্বসমক্ষে রূপের প্রশংসাই করে ফেললেন মার্কিন প্রেসিডেন্ট। মিশরে চলছে ‘গাজা সামিট’। আর সেই মঞ্চে উপস্থিত বিশ্বের তাবড় রাষ্ট্রনেতারা। সেই তালিকায় একমাত্র মহিলা সদস্যের নাম জর্জিয়া মেলোনি। ইতালির প্রধানমন্ত্রী তিনি।
৭৯ বছরের ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্য মঞ্চে বলে বসলেন, ‘সুন্দরী যুবতী’। ট্রাম্প বলেন, “আমার এটা বলার অনুমতি নেই, বললে পলিটিক্যাল কেরিয়ার শেষ হয়ে যাবে। আদতে উনি একজন সুন্দরী যুবতী।” মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, “আমেরিকায় কোনও মহিলাকে সুন্দরী বললে রাজনৈতির কেরিয়ার শেষ হয়ে যায়। তবুও আমি একটা চান্স নিচ্ছি।”
ট্রাম্প যখন এসব কথা বলছেন, মঞ্চে পিছনে দাঁড়িয়ে তখন মৃদু হাসছেন মেলোনি। তবে ট্রাম্প সেখানেই শেষ করেননি। বলেন, “আপনাকে সুন্দরী বললে আপনি আপত্তি জানাবেন না তো? কারণ আপনি সত্যিই সুন্দরী।” এ কথা শুনে হেসে ওঠেন ইতালির প্রধানমন্ত্রী।
তবে শুধু রূপের প্রশংসা করেই থেমে যাননি ট্রাপ। তিনি আরও বলেন, “মেলোনি একজন অসাধারণ নেত্রী। খুবই সফল একজন রাজনীতিক।”
মঞ্চে ৩০ জন রাষ্ট্রনেতা উপস্থিত ছিলেন এদিন। তার মধ্যে একমাত্র মহিলা ছিলেন জর্জিয়া। ট্রাম্প ছাড়াও ওই সম্মেলনে উপস্থিত ছিলেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ এল-সিসি, তুরষ্কের প্রেসিডেন্ট রিকাপ তাইপ এরদোগান ও কাতারের আমির শেখ তামিম হামাদ আল থানি। গাজার ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয় ওই সম্মেলনে।
