Donald Trump: কেউ পার পাবে না, প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েই প্রথমে এই কাজ করবেন ট্রাম্প, এখনই ভয়ে কাঁপছে সবাই
US President: আমেরিকার সীমান্তে কড়াকড়ি নিয়ে ট্রাম্প সাফ বলেন, "আমেরিকার ইতিহাসে সবথেকে বড় ডিপোর্টেশন (অবৈধভাবে বসবাসকারীদের তাদের দেশে ফেরত পাঠানো) শুরু করব। হাজার হাজার অবৈধ বসবাসকারীদের উচ্ছেদ করা হবে।"
ওয়াশিংটন: আর কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই আনুষ্ঠানিকভাবে দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্টের গদিতে বসতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। আজ, ২০ জানুয়ারি দুপুর ১২টায় (স্থানীয় সময়) শপথ গ্রহণ করতে চলেছেন ট্রাম্প। আর শপথ গ্রহণ নিয়েই তিনি প্রথম কোন কাজ করবেন, তা জানিয়ে দিলেন আগেভাগেই।
ওয়াশিংটন ডিসি-তে ‘মেক আমেরিকা গ্রেট এগেন’ ভিকট্রি র্যালি থেকে দাঁড়িয়ে ট্রাম্প বলেন যে দায়িত্ব গ্রহণের পর প্রথমেই তিনি দেশে অনুপ্রবেশ বন্ধ করবেন। তিনি বলেন, “আমাদের সীমান্তে অনুপ্রবেশ বন্ধ করব। আমাদের সম্পদ ফেরাব। আমাদের পায়ের নীচেই যে তরল সোনা রয়েছে, তা উত্তোলন করব।”
আমেরিকার সীমান্তে কড়াকড়ি নিয়ে ট্রাম্প সাফ বলেন, “আমেরিকার ইতিহাসে সবথেকে বড় ডিপোর্টেশন (অবৈধভাবে বসবাসকারীদের তাদের দেশে ফেরত পাঠানো) শুরু করব। হাজার হাজার অবৈধ বসবাসকারীদের উচ্ছেদ করা হবে। এতে বেশ কিছু বছর সময় লাগবে এবং ব্যয়সাপেক্ষও হবে। কিন্তু এর আগে কেউ সীমান্ত খোলার কথা ভাবতে পারবে না। জেলে, মানসিক হাসপাতালে, খেলার মাঠে- সব জায়গা থেকে অবৈধ বসবাসকারী, যারা আমেরিকার মাটিতে বসে অপরাধ করছে, তাদের তাড়ানো হবে।”
সূত্রের খবর, প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পরই ট্রাম্প আমেরিকা-মেক্সিকো সীমান্তে ইমার্জেন্সি ঘোষণা করতে পারে। এর পাশাপাশি কানাডার সঙ্গে বাণিজ্যিক টানাপোড়েন, চিনের সঙ্গে নতুন করে বাণিজ্যের মতো একাধিক নীতি ঘোষণা করতে পারেন ট্রাম্প, যার দিকে গোটা বিশ্বের নজর।