AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tarique Rahman: তারেককে ‘ওয়ান টাইম পাস’ দিতে তৈরি ইউনূস সরকার, ফিরতে রাজি খালেদা পুত্র?

Why Tarique Staying Away: অবশ্য তারেক রহমানের দেশে ফেরা নিয়ে অন্তর্বর্তী সরকারের কোনও আপত্তি নেই বলেই জানিয়েছিলেন প্রেস সচিব শফিকুল ইসলাম। শনিবার রাতে নিজের সমাজমাধ্যমে তিনি লেখেন, 'তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তাঁর অবারিত এবং একক নিয়ন্ত্রণাধীন নয়। সরকারের তরফে এ বিষয়ে কোনও বাধা বা আপত্তি নেই।'

Tarique Rahman: তারেককে 'ওয়ান টাইম পাস' দিতে তৈরি ইউনূস সরকার, ফিরতে রাজি খালেদা পুত্র?
ফিরবেন তারেক?Image Credit: X
| Updated on: Nov 30, 2025 | 6:17 PM
Share

ঢাকা: গুরুত্বর অসুস্থ বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া। এদিকে পুত্র তারেক রহমান পড়ে রয়েছেন সহস্র কিলোমিটার দূরে। নিজের সমাজমাধ্যমে একটি পোস্ট করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্য়ান ইঙ্গিতে জানিয়েছেন, দেশের ফেরার বিষয়টা তাঁর একক সিদ্ধান্তের মধ্য়ে পড়ে না। অর্থাৎ বাধা রয়েছে বলেই ইঙ্গিত তাঁর।

অবশ্য তারেক রহমানের দেশে ফেরা নিয়ে অন্তর্বর্তী সরকারের কোনও আপত্তি নেই বলেই জানিয়েছিলেন প্রেস সচিব শফিকুল ইসলাম। শনিবার রাতে নিজের সমাজমাধ্যমে তিনি লেখেন, ‘তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তাঁর অবারিত এবং একক নিয়ন্ত্রণাধীন নয়। সরকারের তরফে এ বিষয়ে কোনও বাধা বা আপত্তি নেই।’

রবিবার তারেক প্রসঙ্গে মুখ খুলেছে বাংলাদেশের পররাষ্ট্র দফতরও (বিদেশমন্ত্রক)। তারেক রহমানকে ‘ওয়ান টাইম পাস’ দিতে তৈরি তাঁরা। রবিবার বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ‘কারওর কাছে যদি পাসপোর্ট না থাকে বা সেই পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে, সেই ক্ষেত্রে তাঁকে আমরা ওয়ান টাইম পাস দিয়ে থাকি। এটা দিতে মাত্র একদিনের সময় প্রয়োজন। কাজেই তারেক যদি আজকেই আসবেন বলেন, তা হলে আমরা আগামিকাল ওনাকে পাস দিতে দিতে পারি।’ পাশাপাশি, তারেকের সমাজমাধ্যমে তোলা দাবিকেও নস্য়াৎ করেছেন উপদেষ্টা। তাঁর কথায়, ‘ওনার দেশে ফেরায় আমাদের কোনও আপত্তি নেই।’

প্রসঙ্গত, গত রবিবার থেকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি রয়েছেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া। নিউমোনিয়া আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়েছেন তিনি। শরীরের একাধিক অংশে জল জমেছে তাঁর। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে একটি মেডিক্যাল টিমও গঠন করা হয়েছে। মাঝে খালেদা জিয়াকে নিয়ে সিঙ্গাপুর যাওয়ার ভাবনাচিন্তা চলছিল। তবে এই পরিস্থিতিতে তাঁকে হাসপাতাল থেকে এক পা দূরত্বে নিয়েও যাওয়ায় কঠিন বলেই জানিয়েছেন চিকিৎসকরা।